KERALA NATIONAL PARK WITH SHORT TRICKS
Hello my dear Students, welcome to our Website : www.studywithpiya.in
আজ আমরা শিখবো একটি National পার্কের শর্ট ট্রিক । এই শর্ট ট্রিক গুলো তোমাদের প্রতিটি পরীক্ষায় খুব কাজে লাগবে ।তোমরা জানো যে আমাদের প্রতিটি পরীক্ষায় কিন্তু National Park থেকে প্রশ্ন আসে কম বেশি । ভারত একটি বিশাল বড় দেশ । এখানে রাজ্য সংখ্যাও অনেক। প্রতিটি রাজ্যের অনেক গুলো করে National park ও আছে ।তাই এগুলো মনে রাখা খুব ই কষ্টকর হয়ে দাঁড়ায় আমাদের জন্যে পরীক্ষার হলে । আর প্রতিযোগিতা মূলক পরীক্ষাতে এক এক নম্বর যে কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না । তাই আমরা আজ ছোট্ট একটি গল্পের মধ্যে কেরালা -র সব National Park গুলোর নাম মনে রাখবো ।।
Kerala National Park Number & Name
1.Mathikettan Shola National Park (মাথীকেত্তান শোলা )
2.Anamudi Shola National Park (আনামুদী শোলা)
3.Pampadum Shola National Park (পম্পাদুম শোলা)
4.Eravikulam National Park (এরাভিকুলাম)
5.Silent Valley National Park( সাইলেন্ট ভ্যালি)
6.Periyar National Park (পেরিয়ার)
এবারে আমরা এই ন্যাশনাল পার্ক গুলোর নাম একটি ছোটো ট্রিক এর সাহায্যে মনে রাখবো ।
শর্ট ট্রিক: মাথী,আনা ও পম্পা একটি ক্রাইম করেছিল , যার জন্যে পুলিশ তাদের কে খুঁজছিল এবং চারিদিকে নাকাবন্ধি চলছিল । এইদিকে এরা সাইলেন্টলী শোলাপুর পেরিয়ে গেলো ।
মাথী - .Mathikettan Shola National Park (মাথীকেত্তান শোলা )
আনা - Anamudi Shola National Park (আনামুদী শোলা)
পম্পা -Pampadum Shola National Park (পম্পাদুম শোলা)
এরা -Eravikulam National Park (এরাভিকুলাম)
সাইলেন্টলী -Silent Valley National Park( সাইলেন্ট ভ্যালি)
পেরিয়ে -Periyar National Park (পেরিয়ার National park)
আরো পড়ুন : Uttarakhand National Park Click Here
আরো পড়ুন : West Bengal National Park Click Here
যদি আমাদের শর্ট ট্রিক গুলো ভালো লাগে অবশ্যই আমাদের ওয়েবসাইট টিকে ফলো করুন এবং বন্ধুদের সাথে SHARE করুন । ।