Type Here to Get Search Results !

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স 11/12/13/14-01-2022 ।Daily Current Affairs 11th ,12th,13th,14th 2022 Current Affairs । 11.01.2022/12.01.2022/13.01.2022/14.01.2022 Current Affairs



      দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: 
     (Daily Current Affairs 2022)
        11/12/13/14-01-2022
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  11/12/13/14-01-2022 ।Daily Current Affairs 11th ,12th,13th,14th 2022 Current Affairs  ।  11.01.2022/12.01.2022/13.01.2022/14.01.2022 Current Affairs
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  11/12/13/14-01-2022 ।Daily Current Affairs 11th ,12th,13th,14th 2022 Current Affairs  ।  11.01.2022/12.01.2022/13.01.2022/14.01.2022 Current Affairs


1.ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন Dr.S Somnath । আগে ছিলেন - dr. কে.সিভান ।।


2.আসাম পুলিশের D.S.P পদে নিযুক্ত হলেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী Boxer লভলিনা বর্গহাইন (Lovlina Borgohain) .
3.Henley Passport Index 2022-এ ভারতের স্থান 83, প্রথম স্থানে আছে জাপান ও সিঙ্গাপুর ।।

4.২০১৫ সালে বজরঙ্গী ভাইজান মুভিতে অভিনয় করার জন্য 12th Bharat Ratna Dr Ambedkar Award 2022 জিতলাে(Harshaali Malhotra) হার্শালি মালহােত্রা ।

5.ভারতের প্রথম হেলি-হাবটি তৈরি করা হবে হরিয়ানার গুরুগ্রামে ।।হেলি-হাবটি গুরুগ্রামে তৈরি করার প্রস্তাব করা হয়েছে এটি নয়ডা এবং ভিওয়াদির মতো শিল্প এলাকায় সহজ সংযোগ সহ মেট্রো সুবিধার কাছাকাছি হবে।


6.ভারতীয় রেলওয়ে যাত্রীদের হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরিয়ে দিতে "মিশন আমানত" নামে ইনিশিয়েটিভ লঞ্চ করলাে ।
Extra information: 
রেলওয়ে বোর্ডের Chairman : বিনয় কুমার ত্রিপাঠি।

7.চতুর্থবার নিকারাগুয়ার রাষ্ট্রপতি(President) হিসাবে শপথ গ্রহণ করলেন দানিয়েল ওর্তেগা ।
8.ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলির বর্ণনা হিন্দি ভাষায় প্রকাশ করার ঘােষণা করল UNESCO ।।

9.উড়িষ্যা রাজ্য সরকার মাতৃত্বকালীন ছুটির দিন সংখ্যা 90 দিন থেকে বাড়িয়ে 180 দিন করে দিলো ।

10.উড়িষ্যা সরকার করোনা পরিস্থিতির জন্যে  সরকারী চাকরী প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা ৩২ বছর থেকে বাড়িয়ে ৩৮ বছর করে দিলো ।।

11.International Monetary Fund (IMF) এর পরবর্তী Chief Economist পদে নিযুক্ত হলেন ফ্রান্সের Pierre-Olivier Gourinchas ।।
Extra information : 
* আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠিত হয়: 27 ডিসেম্বর 1945 সালে ।
* সদর দফতর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
* আন্তর্জাতিক মুদ্রা তহবিল সদস্য দেশ: 190

12.অভিনেতা রাজকুমার রাও RenewBuy নামক অনলাইন ইন্সুরেন্স প্ল্যাটফর্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ।।

13.জাপান, চীনের বিরুদ্ধে লড়ার জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলো ।

14.প্রতিবেশী দেশ শ্রীলংকা ভারতের সহায়তায় লাক্সারি ট্রেন সার্ভিস লঞ্চ করলো ।

15। এই বছরের 26 টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে 51 টি পদক নিয়ে ‘IndiaSkills 2021’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ওড়িশা রাজ্য ।।

16. নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ICC Player of the month অ্যাওয়ার্ড জিতেছেন (december) l

17. দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস ক্রিকেট থেকে অবসর নিলেন l

18. 82 বছর বয়সী খ্যাতনামা কন্নড় লেখক চন্দ্রশেখর পাতিল সম্প্রতি প্রয়াত হলেন ।  তিনি  “চম্পা” নামেও পরিচিত  ।।


19. সফলভাবে ভারত নৌবাহিনীর ব্রহ্মোস ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে  ।

ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই উন্নত Sea to Sea Variant টি ভারতীয় নৌবাহিনীর স্টিলথ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার INS বিশাখাপত্তনম থেকে উত্ক্ষেপণ করা হয়েছিল ।


মিসাইলটি সম্পর্কে:

* ব্রহ্মোস Aerospace ভারত-রাশিয়ার একটি যৌথ উদ্যোগ ।
*মিসাইলটি সাবমেরিন, জাহাজ, বিমান বা ল্যান্ড থেকে উৎক্ষেপণ করা যেতে পারে ।
*ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি 8 Mach বা শব্দের প্রায় তিনগুণ গতিতে উড়তে সক্ষম ।

20. ভারতের প্রথম শহর হয়ে উঠেছে কোচি  যেখানে একটি জল মেট্রো প্রকল্প তৈরি হয়েছে ।

কেরালার রাজধানী: তিরুবনন্তপুরম;
কেরালার রাজ্যপাল: আরিফ মোহাম্মদ খান;
কেরালার মুখ্যমন্ত্রী: পিনারাই বিজয়ন

21. আসামের গুয়াহাটিতে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের 9ম সংস্করণ শেষ হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad