Type Here to Get Search Results !

Daily Current Affairs 8th ,9th,10th 2022 Current Affairs । 8.01.2022/9.01.2022/10.01.2022


আজকের কারেন্ট অ্যাফেয়ার্স  08,09,10/01/22

1) আসাম রাইফেল এর IG হিসাবে নিযুক্ত হলেন মেজর জেনারেল বিকাশ লেখারা ।

(আসাম রাইফেল প্রতিষ্ঠিত হয় 1835 সালে)।

2) ভারতের মধ্যে প্রথম 'Open Rock Museum' তৈরি হল হায়দ্রাবাদে ।
(উদ্বোধন করলেন জিতেন্দ্র সিং)।

3) পারফরম্যান্সের জন্য বিশ্বব্যাপী 10 টা এয়ারপোর্ট এর মধ্যে অষ্টম স্থানে ভারতের চেন্নাই এয়ারপোর্ট, (প্রথম স্থানে আমেরিকার মিয়ামি এয়ারপোর্ট)।

4) 24 তম conference on e-Governance অনুষ্ঠিত হলো হায়দ্রাবাদের তেলেঙ্গানায়, (থিম India's Techade : Digital Governance in a Post Pandemic World)

5) ব্যাঙ্ক অফ বরোদার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন মহিলা ক্রিকেটার শেফালি
ভার্মা, (ব্যাঙ্ক অফ বরোদা সিইও Sanjib Chadha)।



6) Student Start - ups and Innovation Policy 2.0' লঞ্চ করল গুজরাট সরকার, (রাজধানী – গান্ধীনগর, রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী - ভূপেন্দ্র প্যাটেল) ।

7) সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এর সেক্রেটারী জেনারেল হিসেবে নিযুক্ত হলেন Zhang Ming (SCO আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, ভারত, কাজাখস্তান, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান)।

৪) 'সী ড্রাগন 2022' অনুশীলনে যোগ দিতে চলেছে ভারত, (যে ছয়টি দেশ মহড়ায় অংশ নিচ্ছে তারা হল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া)।

9) Mamata Beyond 2021' নামে বইটি লিখেছেন রাজনৈতিক সাংবাদিক জয়ন্ত ঘোষাল এবং অনুবাদ করেছেন  অরুণাভ সিনহা ।

10.হায়দ্রাবাদে ভারতের প্রথম Open Rock Museum-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং 




11.open Defecation Free(ODF) গ্রামের তালিকায় প্রথম স্থানে আছে। তেলেঙ্গানা, দ্বিতীয় স্থানে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে কর্ণাটক ।।

12.Shanghai Cooperation Organisation(SCO)-এর COPA জেনারেল পদে নিযুক্ত হলেন চীনের কূটনীতিবিদ Zhang Ming ।।

13.Commission for Agricultural Costs & Prices(CACP)-এর চেয়ারম্যান হিসাবে পুনরায় নিযুক্ত হলেন বিজয় পাল শর্মা ।।

14.অনলাইন ক্লাস করার জন্য শিক্ষার্থ কে এককালীন ২০০০ টাকা প্রদান করছে পাঞ্জাব সরকার ।।

C.M Of Punjab - Charanjit Singh Channi .



15.Starlink India-র হেড পদ থেকে পদত্যাগ করলেন সঞ্জয় ভার্গ ।।

16.জল শক্তি মন্ত্রালয়ের সেক্রেটারী হিসাবে দায়ভার নিলেন মিনি মহাজন ।।

17.G7 Summit 2022 হােস্ট করতে চলেছে জার্মানি ।।

18.প্রথম ভারতীয় বংশােদ্ভূত হিসাবে Tesla কোম্পানিতে কাজ করতে চলেছেন অশােক এহ্বস্বামী ।।

19.পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন আয়েশা মালিক ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad