![]() |
পশ্চিমবঙ্গ ও তার বিভিন্ন জেলার গঠন সম্পর্কিত MCQ মকটেস্ট || Making Of Different District In West Bengal MCQ || |
Dear Student,
পশ্চিমবঙ্গ Civil Service অর্থাৎ WBCS পরীক্ষার জন্য আজ তােমাদের সাথে শেয়ার করবাে Geography থেকে কিছু MCQ .এখানে 15 টি প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলি প্র্যাকটিসের মাধ্যমে তােমরা তােমাদের আগত যে কোনাে চাকরির পরীক্ষা যেমন Railway Group D,WBP সহ আরও বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবে এবং যদি প্রশ্নগুলি ভালাে করে প্র্যাকটিস করাে তাহলে পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে। প্রতিদিন তোমরা STUDY WITH PIYA .IN ওয়েবসাইটে চ্যাপ্টার Wise মক টেস্ট পাবে ।
নিচে থাকা Start The Quiz নীল রং-এর লেখা টি ক্লিক করে এখনি Mock test টি শুরু করো এবং দেখে নাও তোমার স্কোর । পরীক্ষার শেষে তোমার স্কোর টি অবশ্যই কমেন্ট করো। যদি তোমাদের মকটেস্ট টি ভালাে লেগে থাকে তবে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো । তোমাদের একটি মাত্র কমেন্ট আমাদের উৎসাহ জোগায়। অবশ্যই আমাদের ওয়েবসাইট টি ফলো করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ join করো প্রতিদিন আপডেট পাওয়ার জন্যে ।।
আমরা ভূগোল থেকে নিম্নে উল্লেখিত এই 14 টি টপিক কভার করবো । যেখানে প্রতিটি চ্যাপ্টার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করা হবে ।। তাই অবশ্যই ফলো বোতাম এ ক্লিক করে ওয়েবসাইট টি কে ফলো করে রাখো ।
Time's Up
score: