Type Here to Get Search Results !

SSC CHSL Syllabus 2022,Tier-1 Exam Pattern & Syllabus !Study with Piya !SSC CHSL EXAM DATE !

SSC CHSL Syllabus 2022, Tier-1 Exam Pattern & Syllabus


স্টাফ সিলেকশন কমিশন সারা দেশে নির্দিষ্ট তারিখে CHSL Exam শুরু করতে চলেছে। এই পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নেওয়ার জন্য এবং পরীক্ষায় সাফল্য অর্জন করার জন্য SSC CHSL 2022 এর সিলেবাস জানা অত্যন্ত জরুরি। এই প্রবন্ধে আপনি CHSL পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে সবকিছু জানতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ন প্রবন্ধ টি পড়তে হবে ।

* Online Survey করে টাকা ইনকাম করুন -     https://www.ysense.com/?rb=119053653

SSC CHSL সিলেবাস 2022


কয়েক মাস আগে, স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা শুরু হওয়ার বিষয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে, স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য বাছাই পদ্ধতির মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক / জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট / বাছাই সহকারী পদে প্রার্থীদের নিয়োগ করতে চলেছে। আপনি যদি এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনাকে SSC CHSL 2022 এর সিলেবাস সম্পর্কে জানতেই হবে ।

READ MORE  READ MORE
History MCQ MOCK
 Geography MCQ MOCK
Life Science MCQ
Physics MCQ
Daily Current Affairs
GK Short Trick by Piya Mam



 স্টাফ সিলেকশন কমিশন 2022 সালের মে মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা CHSL হবে , সঠিক পরীক্ষার তারিখ এখনও স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC ঘোষণা করেনি। আশা করা হচ্ছে যে ,স্টাফ সিলেকশন কমিশন (SSC) পরীক্ষা শুরুর দুই বা তিন সপ্তাহ আগে পরীক্ষার তারিখ ঘোষণা করবে। আপাতত স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার জন্য এসএসসি CHSL সিলেবাস 2022 এবং পরীক্ষার প্যাটার্ন প্রকাশ করেছে ।


SSC CHSL পরীক্ষার প্যাটার্ন 2022


স্টাফ সিলেকশন কমিশন CHSL পরীক্ষা টিয়ার-1, টিয়ার-2 এবং টিয়ার-3 এই তিনটি ধাপে হবে ।  নথিভুক্ত করা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই নিজ নিজ পরীক্ষা পরিদর্শন করতে হবে এবং যোগ্যতা অর্জনের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 


 2022 সালের মে মাসে অনুষ্ঠিত হতে চলেছে CHSL এর টিয়ার-1 পরীক্ষা এবং যারা টিয়ার-1 পরীক্ষায় যোগ্য হবেন তারা টিয়ার-2 পরীক্ষার জন্য ডাক পাবে । tier-1 পরীক্ষায় অবজেক্টিভ প্রশ্ন থাকবে এবং এটি কম্পিউটার ভিত্তিক মোডের মাধ্যমে হবে।





SUBJECT NO OF QUESTION MARKS
General Intelligence 25 50
General Awareness 25 50
Quantitative Aptitude 25 50
English Language 25 50


টিয়ার-১ পরীক্ষায় General Intelligence(GI),General Awareness (GK) ,Quantitative Aptitude (Basic Arithmetic Skill) (বেসিক গাণিতিক দক্ষতা) এবং English Language (Basic Knowledge) ইংরেজি ভাষা (মৌলিক জ্ঞান) থেকে 100টি বহুনির্বাচনী প্রশ্ন করা হবে। মোট প্রশ্নের মধ্যে, প্রতিটি সাধারণ বুদ্ধিমত্তা, সাধারণ সচেতনতা, পরিমাণগত যোগ্যতা এবং ইংরেজি ভাষা থেকে 25টি করে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। টায়ার-১ পরীক্ষায় প্রতিটি প্রশ্নের ওয়েটেজ হবে ২ নম্বর। অর্থাৎ পরীক্ষায় মোট 200 নম্বরের প্রশ্ন করা হবে।
 

SSC CHSL টায়ার-1 
   সিলেবাস 2022

স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টিয়ার-1 পরীক্ষার সিলেবাস প্রতিটি পৃথক বিষয়ের জন্য নিম্নরূপ, সেগুলি দেখুন এবং সিলেবাস সম্পর্কে জানুন। 

Reasoning Ability

Logical Reasoning
Alphanumeric Series
Ranking/Direction/Alphabet Test
Data Sufficiency
Coded Inequalities
Seating Arrangement
Puzzle
Tabulation
Syllogism
Blood Relations
Input Output
Coding Decoding

Quantitative Aptitude

Simplification
Profit & Loss
Mixtures & Allegations
Simple Interest & Compound Interest 
Surds & Indices
Work & Time
Time & Distance
Mensuration – Cylinder, Cone, Sphere
Data Interpretation
Ratio & Proportion, Percentage
Number Systems
Sequence & Series
Permutation, Combination & Probability

General Awareness

History
Culture
Geography
Economic Scene
General Policy
Scientific Research
Awards and Honors
Books and Authors

English Language

Reading Comprehension
Cloze Test
Para jumbles
Miscellaneous
Fill in the blanks
Multiple Meaning/Error Spotting
Paragraph Completion
One Word Substitution
Active/Passive Voice

দ্রষ্টব্য: স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টিয়ার-1 পরীক্ষার জন্য মাত্র 60 মিনিট সময় থাকবে। কিন্তু, PwD প্রার্থীদের পরীক্ষার সময়কাল হবে মাত্র 80 মিনিট।
Important Date SSC CHSL 2022
SSC CHSL notification Date 01st February 2022
SSC CHSL START Apply 01st February 2022
LAST DATE FOR ONLINE PAYMENT 07th MARCH 2022
SSC CHSL TIER 1 Admit Card APRIL/MAY 2022
SSC CHSL TIER 1 EXAM DATE MAY 202

Application Fee
🔸For General /OBC caste the Application fee is : 100/- 
🔸 For SC/ST/Ex-serviceman/Female - No Fees

আমরা আশা করি এই লেখাটি পড়ার পর আপনি SSC CHSL সিলেবাস 2022 সংক্রান্ত বিশদ তথ্য পেয়েছেন।এই লেখাটি পড়ার পরেও যদি আপনার SSC CHSL Tier-1 পরীক্ষার প্যাটার্ন 2022 সম্পর্কিত কোন প্রশ্ন বা প্রশ্ন থাকে তাহলে নিচে মন্তব্য করে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্ত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ।।


Official Website : Click Here
Home Page : study with piya.in




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad