RRB_NTPC_CBT2_CENTRE
RRB NTPC CBT-2 এর এক্সাম সেন্টার রেলের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে। পরীক্ষার নোটিশ অনুযায়ী লেভেল ৪ ও ৬ এর পরীক্ষা আগামী ৯ এবং ১০ ই মে।
এখন সবচেয়ে বড় সমস্যা হল :
১। অধিকাংশ পরীক্ষার্থীর (ছেলে, মেয়ে, হ্যান্ডিক্যাপ) পরীক্ষাকেন্দ্র তার বাড়ি থেকে অনেক দূর পড়েছে।
২। এবার একটু পরীক্ষা দিতে যাওয়ার খরচ এর অংকের দিকে আসা যাক। লেভেল-২,৩,৪,৫,৬ । মোটামুটি তিন থেকে চারবার পরীক্ষা দিতে যেতে হবে এবং রেলওয়ে নোটিশ অনুযায়ী অবশ্যই তা ভিন রাজ্যে হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রত্যেকবার পরীক্ষা দিতে যাতায়াতের ন্যূনতম খরচ ২ থেকে ৩ হাজার টাকা। একজন সাধারন বাড়ির ছেলে/মেয়ের ক্ষেত্রে এই মূল্য বৃদ্ধির দিনে এত খরচ সামলানো সম্ভব না !!!
৩। নিজ রাজ্যে পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র থাকা সত্ত্বেও কেন রেল ভিন রাজ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র দিয়েছে ?
৪। পর্যাপ্ত ট্রেন উপলব্ধ নয়। না আছে পর্যাপ্ত সিট।
প্রায় ২৪ ঘন্টা সময় অতিবাহিত। এযাবত সোশ্যাল মিডিয়ায় যে প্রতিক্রিয়া গুলো দেখা যাচ্ছে , সেগুলি নিম্নরূপ:
১। কিছু পরীক্ষার্থীর ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছে, তার মধ্যে খুব সামান্য কনফার্ম টিকিট পেয়েছেন, বাকিরা ওয়েটিং টিকিট। - এনারা ভেবেই নিয়েছেন যেখানেই পরীক্ষার সেন্টার দিক না কেন সেখানেই যাব। অন্যায় হলেও তার প্রতিবাদ করব না। (এক্ষেত্রে ব্যতিক্রম কিছু রয়েছে)
২। বেশিরভাগ পরীক্ষার্থী এখনো টিকিট কেটে উঠতে পারেননি। এনারা একটু/ বেশ দ্বন্দ্বে আছেন।
৩। ৯৯.৯৯% পরীক্ষার্থী দেখছেন যে তাদের সাথে অন্যায় হয়েছে। নিজ রাজ্যে পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র থাকতেও রেল ভিন রাজ্যে পরীক্ষার কেন্দ্র দিয়েছে।
৪। অধিকাংশ ভাবছেন তাদের জন্য তাদের প্রিয় স্যার বা ম্যাডাম -এরা তাদের উদ্দেশ্যে টুইট ক্যাম্পেইন চালাবেন, যাতে রেল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জন্য হোম সেন্টারের অ্যারেঞ্জমেন্ট করেন।
৫। খুব ন্যূনতম সংখ্যক প্রার্থী ইতিমধ্যে নিজের এবং কিছু গ্রুপ বানিয়ে অলরেডি টুইটার ক্যাম্পেইন শুরু করেছেন। যেটা খুবই প্রাসঙ্গিক এবং দায়িত্বশীল পরীক্ষার্থীর পরিচয় বাহক।
৬। এবার আসি একদল অদ্ভুত প্রাণীদের ব্যাপারে কথা বলতে। এরা (বেশ কিছু সংখ্যক প্রার্থী) আবার এই দূরে এক্সাম সেন্টার পড়া নিয়ে বিভিন্ন ভাবে ব্যঙ্গ করে যাচ্ছেন। তারা সোশ্যাল মিডিয়ায় কমেডি শো দেখে এতটাই ইনফ্লুয়েন্স হয়ে গিয়েছেন যে, কখন হিউমার করতে হয় এবং কখন একটা ম্যাটার কে সিরিয়াসলি হ্যান্ডেল করতে হয় সেটা বোধহয় ভুলেই গেছেন।
যাই হোক এবার মূল কথায় আসি।
এবার সলিউশনের কথা ভাবি।
১। RRB হেলপ ডেস্ক পোর্টালে গিয়ে নিজস্ব গ্রিভেন্স দিন। (এই প্রক্রিয়াটি কয়েকজন করেছেন) সবাই এই পোর্টাল টা ইউজ করুন। RRB পোর্টাল যখন দিয়েছে নিশ্চয়ই এটা পরীক্ষার্থীদের ইউজ করার জন্যই দিয়েছে। প্লিজ এই পোর্টালটির সৎ ব্যবহার করুন সবাই।
২। কাল সকালে কলকাতা RRB এর অফিসে যাওয়া হবে এবং ডেপুটেশন দেওয়া হবে। সকাল ১১ টা। সেখানে আমাদের অবশ্যই যোগদান করতে হবে। এখান থেকে লাইভ ভিডিও করে সমস্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হোক।
৩। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, পিএম অফিস, প্রমুখদের গণ Mail এবং টুইট কর্মসূচি পালন করতে হবে, যাতে তারা সাধারন পরীক্ষার্থীদের কষ্ট বুঝতে পারে। আগামী তিন-চার দিন লাগাতার কর্মসূচি পালন করে যেতে হবে।
৬। তবে তার আগে সবচেয়ে বড় যেটা কাজ সেটা হলো একটা উপযুক্ত এবং আদর্শ টুইটার হ্যান্ডেল সিলেক্ট করা। যেটা আমাদের প্রচার এর আসল মাধ্যম হবে। সোশ্যাল মিডিয়াতে যেগুলো ঘোরাফেরা করছে সেগুলো ঠিক আমাদের বার্তা বহনে সক্ষম নয়। সে ক্ষেত্রে
#WE_WANT_NTPC_CBT2_HOME_CENTRE
#NTPC_CBT2__HOME_CENTRE
বা অন্য কোনো আমাদের লক্ষ্য মাফিক টুইটার হ্যান্ডেল নির্বাচন করতে হবে।
Railway Mock Test : Click here
সর্বোপরি মনে রাখতে হবে , আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য হলো যেভাবেই হোক RRB NTPC CBT 2 এর প্রতিটা লেভেল এর পরীক্ষা যাতে হোম সেন্টারেই হয়। যদি আমরা এবার অসফল হই। তাহলে বাকি লেভেল এর পরীক্ষা গুলো আমাদের ভিন রাজ্যে গিয়ে দিতে হবে।
তবে আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে এক হয়ে যদি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই অবশ্যই আমরা সফল হবেই।
সবাইকে মতামত এবং কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাই। 🙏
#WE_WANT_NTPC_CBT2_HOME_CENTRE
এই রাজ্যের ছেলে মেয়েদের এই রাজ্যেই পরীক্ষার সেন্টার চাই।
রেলের নিয়োগের ntpc cbt 2 (Pay Level 4 & 6 ) নিজেদের নির্দিষ্ট zone এ পরীক্ষার সেন্টার দেওয়ার দাবিতে আগামীকাল ২৯ এপ্রিল বেলা ১১ টায় RRB Kolkata অফিসে ( আর জি কর হাসপাতালে বিপরীতে) ডেপুটেশন দেওয়া হবে ।
সকলে আসুন।
যোগাযোগ করুন +917908204423
আমাদের সহযোগিতা করুন।
আমাদের পাশে থাকুন।
প্রচুর, প্রচুর শেয়ার করুন 🙏
#studywithpiya #rrbntpc #ntpc #ntpcmocktest #railway #rrbntpchomecenter
FOLLOW US LINK |
---|
STUDY WITH PIYA |
MISTERY MIND |
FACEBOOK PAGE 💙 Click Here |
TELEGRAM GROUP ✈ Click Here |
WHAT'S APP ✅ Click Here |
INSTAGRAM 💓 Click Here |
SWP Website ⏳ Click Here |
KUTKACHALI Website 👍 Click Here |
Twitter 💪 Click Here |