Dear Student,
পশ্চিমবঙ্গ Civil Service অর্থাৎ WBCS পরীক্ষার জন্য আজ তােমাদের সাথে শেয়ার করবাে ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ।এখানে 250 টি প্রশ্ন উত্তর রয়েছে,এই প্রশ্ন গুলো পড়লে তােমরা তােমাদের আগত যে কোনাে চাকরির পরীক্ষা যেমন WBCS সহ Railway Group D,WBP,NTPC,CHSL,CGL,MTS সহ আরও বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবে এবং যদি প্রশ্নগুলি ভালাে করে প্র্যাকটিস করাে তাহলে পরীক্ষায় অবশ্যই ভালো ফল করবে।WBCS এ বহুবার এসেছে এই প্রশ্ন গুলো । তাই দেরি না করে প্রতিদিন প্রশ্ন গুলো পড়ো এবং Share করে রাখো ফেসবুক ওয়াল এ ।
1.সিন্ধু সভ্যতার বৃহৎ শস্যাগার হরপ্পাতে আবিষ্কৃত হয়।
2.সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার মহেঞ্জোদারােতে পাওয়া যায়।
3.‘মহেঞ্জোদারাে' কথার অর্থ ‘মৃতের স্তুপ।
উপনিষদের অপর নাম বেদান্ত।
4.ঋকবৈদিক যুগের সভ্যতা পিতৃতান্ত্রিক ছিল এবং সিন্ধু সভ্যতা ছিল মাতৃতান্ত্রিক।
5.আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রা- নিষ্ক ও মনা।
6.23তম ‘তীর্থঙ্কর’ হলেন পার্শ্বনাথ।শেষ ‘তীর্থঙ্কর’ মহাবীর।
7.মহাবীরের জন্ম আনুমানিক 540 খ্রিঃপূঃ বৈশালীর উপকণ্ঠে কুন্দপুর বা কুন্দগ্রাম।
প্রয়াণ 468 খ্রিঃপূঃ রাজগৃহের কাছে পাবাপুরী নামক স্থানে।
8.‘তীর্থঙ্কর’ কথার অর্থ মুক্তির পথ নির্মাণকারী।
9.প্রথম জৈনসংগীতি অনুষ্ঠিত হয় পাটলিপুত্রে (300 খ্রিঃপূঃ)।
10.দ্বিতীয় জৈনসংগীতি অনুষ্ঠিত হয় গুজরাটের বলভিতে (খ্রিষ্টীয় ষষ্ঠ শতক)।
11.বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ।
12.গৌতম বুদ্ধ জন্ম 567 খ্রিঃপূঃ (মতান্তরে 563 খ্রিঃপূঃ) কপিলাবস্তুর কাছে লুম্বিনী উদ্যানে। প্রয়াণ 487 খ্রিঃপূঃ (মতান্তরে 483 খ্রিঃপূঃ) মল্লরাজ্যের রাজধানী কুশীনগরে।
13.বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ ‘ত্রিপিটক’ (পালি ভাষায় রচিত)।
14.প্রথম বৌদ্ধসংগীতি সম্মেলন হয় – মগধের রাজগৃহে।
15. দ্বিতীয় বৌদ্ধ সংগীতি সম্মেলন হয় বৈশালীতে (কালাশােক/কাকবর্ণ)।
16. তৃতীয় বৌদ্ধসংগীতি সম্মেলন হয়—পাটলিপুত্রে (অশােকের সময়)।
17.চতুর্থ বৌদ্ধসংগীতি সম্মেলন হয় কাশ্মীরের কুন্তল বনবিহারে কিংবা পাঞ্জাবের জলন্ধরে (কণিষ্কর সময়)।
18.বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণকারী দু’জন রাজা –
1. প্রসেনজিৎ (কুশলরাজ)
2. বিম্বিসার (মগধরাজ)
19.বিম্বিসারের সময়ে গৌতম বুদ্ধ ও মহাবীর নিজ নিজ ধর্মমত মগধে প্রচার করেন।
20.হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার, শেষ রাজা নাগদাশক।
21.শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ, শেষ রাজা কালাশােক।
22.নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ, শেষ রাজা ধননন্দ।
23.মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ রাজা বৃহদ্রথ।
24.কুষাণ বংশের প্রতিষ্ঠাতা প্রথম কদফিসিস, শেষ রাজা বাসুদেব।
25.সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক, শেষ রাজা যজ্ঞশ্রী সাতকর্ণী—(শেষ শক্তিশালী রাজা)।
26.গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, শেষ রাজা দ্বিতীয় জীবিতগুপ্ত ।
27.বিম্বিসারের সময় মগধের রাজধানী ছিল রাজগৃহ ।
28.চন্দ্রগুপ্ত মৌর্যের সময় গ্রিকদূত মেগাস্থিনিস ভারতে আসেন ।
29.বিন্দুসারের উপাধি অমিত্রাঘাত ।
30.মৌর্য যুগে প্রবর্তিত দুইপ্রকার কর -
ভাগ ও বলি।
31. অশােকের সিংহাসন আরােহণকাল- 273 খ্রিঃপূঃ ।
32. আলেকজান্ডার 327 খ্রিঃপূঃ -এ ভারত আক্রমণ করেন ।
33.আলেকজান্ডার 323 খ্রিঃপূঃ -এ (32 বছর বয়সে) ব্যাবিলনে মারা যান।
34.হিদাসপিস/ ঝিলাম -এর যুদ্ধ হয় আলেকজান্ডার ও পুরুর মধ্যে।
35. অশােক বৌদ্ধধর্মে দীক্ষা নেন উপগুপ্তর কাছে।
36. মৌর্য যুগের খাস জমিকে বলা হত ‘সীতা।
37.স্কন্দগুপ্তের মৃত্যুর পর মিহিরকুলের পুত্র তােরমান-এর নেতৃত্বে ভারতে হুণ আক্রমণ হয়েছিল।
38. ‘ভারতের অ্যাটিলা’ বলা হয় মিহিরকুলকে।
39. পাল বংশের প্রতিষ্ঠাতা গােপাল, শেষ রাজা মদনপাল।
40.সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন, শেষ রাজা কেশব সেন।
41. বাতাপির চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশি, শেষ রাজা দ্বিতীয় কীর্তিবর্মন।
42.রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দন্তিদূর্গ, শেষ রাজা চতুর্থ অমােঘবর্ষ।
43.কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা দ্বিতীয় তৈল, শেষ রাজা ষষ্ঠ বিক্রমাদিত্য।
44.বাংলার সার্বভৌম নরপতি হলেন। শশাঙ্ক (গৌড়রাজ)।
45.শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ।
46. পুষ্যভূতি রাজাদের রাজধানী – থানেশ্বর।
47.হর্ষবর্ধন-এর সময় চিনা পর্যটক হিউয়েন সাঙ ভারতে আসেন।
48.ত্রিশক্তিসংগ্রাম হয়েছিল—পাল, গুর্জর প্রতিহারও রাষ্ট্রকূটদের মধ্যে।
49.বাংলার ‘মাৎস্যন্যায়’ যুগের সময়কাল - 637 খ্রিঃ - 750 খ্রিঃ ।
50.চোলদের স্বর্ণমুদ্রার নাম " কাসু " ।
51. সেনযুগে "পুরাণ" ও ‘কপর্দক পুরাণ’ নামে দু'ধরনের মুদ্রা প্রচলিত হয়।
52.পাল সাম্রাজ্যের ‘দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহীপালকে।
53. সন্ধ্যাকর নন্দী রচিত ‘রামচরিত’ পাল রাজা রামপালের উদ্দেশ্যে রচিত।
54.‘কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন।
55.জয়দেব, ধােয়ী, হলায়ুধ ছিলেন লক্ষ্মণ সেনের সভাকবি ।
56.বাতাপির চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি দ্বিতীয় পুলকেশী।
57.কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি ষষ্ঠ বিক্রমাদিত্য।
58.চোলদের সর্বশ্রেষ্ঠ রাজা প্রথম রাজেন্দ্র চোল।
59.মহাবলীপুরমের বিখ্যাত রথ ও মন্দির পল্লবরাজ প্রথম নরসিংহবর্মনের আমলে তৈরি হয়।
60. পালযুগের দু’জন শ্রেষ্ঠ শিল্পী (ভাস্কর) বীতপাল, ধীমান।
61.সেনযুগের একজন বিখ্যাত শিল্পী শূলপাণি।
62. বিলহন; বিজ্ঞানেশ্বর হয় ষষ্ঠ বিক্রমাদিত্যর সভাকবি।
63.অজন্তা গুহামন্দির নির্মিত হয় গুপ্তযুগে।
64.এলিফেন্টা গুহামন্দির নির্মিত হয় চালুক্য যুগে।
65.ইলােরা গুহামন্দির নির্মিত হয় রাষ্ট্রকুট যুগে।
66.‘অতীশ' কথার অর্থ প্রভু। দ্বিতীয় যুদ্ধ' বলা হয় অতীশ দীপঙ্করকে।
67.পাল ও সেন যুগে বাংলাদেশের শ্রেষ্ঠ বন্দর হল তাম্রলিপ্ত বন্দর।
68.712 খ্রিঃ রাও এর যুদ্ধে মহম্মদ বিন কাশিম-এর নেতৃত্বে আরবরা সিন্ধু রাজা দাহির কে পরাজিত করে সিন্ধুদেশ দখল করে।
69.সুলতান মামুদ (1000) খ্রিঃ থেকে 1027 খ্রিঃ) মােট 17 বার ভারত আক্রমণ করেন ।
তিনি প্রথম নর্থ বেঙ্গল আক্রমণ করেন 1001 এ ।
70.সুলতান মামুদকে 'বাৎসিকান' বলা হয়। 'বাৎসিকান'- এর অর্থ মূর্তিভঙ্গকারি ।
71.তরাইন-এর প্রথম যুদ্ধ হয়- 1191 খ্রিঃ - মহম্মদ ঘােরী ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহান (জয়ী) -এর মধ্যে।
72.তরাইন-এর দ্বিতীয় যুদ্ধ ঘটে ।192 খ্রিঃ - তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও মহম্মদ ঘােরী (জয়ী) এর মধ্যে।
73.দিল্লির দাস বংশের প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক।
74.‘আইবক’কথার অর্থ ‘দাস'।
75. কুতুবমিনার নির্মাণকার্য শুরু করেন কুতুবদ্দিন আইবক এবং শেষ করেন ইলতুৎমিস।
76.ইলতুৎমিসের রাজত্বকালে মােঙ্গল নেতা চেঙ্গিস খাঁ ভারতে আসেন।
77.গিয়াসউদ্দীন বলবন-এর আসল নাম উলুঘ খাঁ।
78.‘ভারতের তােতাপাখি' বলা হয় আমির খসরুকে।
79.দিল্লির সুলতান হিসাবে আলাউদ্দিন খলজি প্রথম দাক্ষিণাত্য জয় করেন।
80. সুলতানি আমলে আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণ, ‘দাগ’ ও ‘হুলিয়া’ চালু করেন।
81.আলাউদ্দিন খলজি জমি জরিপের ব্যবস্থা প্রবর্তন করেন।
82.ফিরােজশাহ তুঘলক কর্মনিয়ােগ দপ্তর স্থাপন করেন।
83.মহম্মদ বিন তুঘলক তামার নােট চালু করেন। এবং দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন।
84.পরিব্রাজক ইবনবতুতা মহম্মদ বিন তুঘলকের সময় ভারতে আসেন।
85. তৈমুর লঙ 1398 খ্রিঃ তুঘলক বংশের শেষ সুলতান নাসিরুদ্দিন মামুদ শাহের সময়ে ভারত আক্রমণ করেন।
86.‘বাংলার আকবর’ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহকে।
87.‘কাশ্মীরের আকবর’ বলা হয় জয়নুল আবেদিনকে।
88.সুলতানি যুগে আবির্ভূত 3 জন মহাপুরুষ হলেন— রঘুনাথ, রঘুনন্দ,শ্রীচৈতন্যদেব।
89.তালিকোটার যুদ্ধ হয় 1565 খ্রিঃ।
90.কবীর সুলতান সিকান্দর লােদীর সমসাময়িক ছিলেন।
91.ভক্ত কবীর এর কবিতাকে বলা হয় ‘ দোহা '।
92.শিখদের ধর্মগ্রন্থ হল ‘গ্রন্থসাহেব।
93.গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠাতা।
94.জাহাঙ্গির শিখদের পঞ্চম গুরু অর্জুনকে হত্যা করেন।
95.ঔরঙ্গজেব শিখদের সপ্তম গুরু হররায় এবং নবম গুরু তেগবাহাদুরকে হত্যা করেন।
96.শিখদের দশম গুরু গােবিন্দ সিং ‘খালসা বাহিনীর প্রতিষ্ঠাতা।
97.বাবর - ‘বাবর’ কথার অর্থ ব্যাঘ্র।
98.1526 খ্রিঃ পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লির সুলতান ইব্রাহিম লােদীকে পরাজিত করেন ও দিল্লিতে মােঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন।
99.1527 খ্রিঃ খানুয়ার যুদ্ধে বাবর রানা সঙ্গকে পরাস্ত করেন।
100. 1529 খ্রিঃ ঘর্ঘরা বা গােগরার যুদ্ধে বাবর সম্মিলিত আফগান জোটকে পরাস্ত করেন।
101.1530 খ্রিঃ 47 বৎসর বয়সে বাবর মারা যান।
102.হুমায়ুন - 1532 খ্রিঃ দাদরা বা দোয়ার যুদ্ধে মামুদ লোধি ও তার অনুগামীদের পরজিত করেন।
103. 1539 খ্রিঃ চৌসার যুদ্ধে হুমায়ুন শের খাঁর কাছে পরাজিত হন।
104.1540 খ্রিঃ কনৌজ বা বিশ্বগ্রামের যুদ্ধে হুমায়ুন শের খাঁর কাছে পরাজিত হন।
105.শেরশাহের বাল্য নাম ফরিদ খাঁ।
106. শেরশাহ কবুলিয়ং’ ও ‘পাট্টা প্রথা চালু করেন ।
107. শেরশাহ রুপি নামে রৌপ্যমুদ্রা ও ‘দাম’ নামে তাম্রমুদ্রা চালু করেন।
108. শেরশাহ ঘােড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন।
109. আকবরঃ- 1556 খ্রিঃ পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে তিনি পরাজিত করেন ।
110.1576 খ্রিঃ হলদিঘাটের যুদ্ধে রাণা প্রতাপ সিংহকে তিনি পরাজিত করেন।
111. 1582 খ্রিঃ নতুন রাজস্ব ব্যবস্থা তিনি শুরু করেন এবং এর নাম দেন টোডরমলের ব্যবস্থা " জাবত "।
112. তিনি মনসবদারি প্রথা চালু করেন।
113. 1582 খ্রিঃ আকবর দীন-ই-ইলাহী ধর্মমতের প্রবর্তন করে।
114. জাহাঙ্গীর-এর আসন নাম ‘সেলিম ।
115.প্রথম জেমসের দূত হিসাবে স্যার টমাস রাে জাহাঙ্গীর-এর দরবারে আসেন।
116.শাহজাহান’ কথার অর্থ ‘পৃথিবীর অধিপতি।
117.শিবাজী - 1665 খ্রিঃ শিবাজীর সঙ্গে ঔরঙ্গজেবের পুরন্দরে সন্ধি স্বাক্ষরিত হয়।
118.1674 খ্রিঃ রায়গড় দুর্গে শিবাজীর রাজ্যাভিষেক হয়।
119. ‘চৌথ’ ও ‘সরদেশমুখী’ কর ছিল শিবাজীর রাজস্বব্যবস্থায়।
120. বর্গী’ ও ‘শিলাদার’ শিবাজীর সামরিক বাহিনীতে ছিল।
121. 1690 খ্রিঃ জব চার্নক কলকাতা মহানগরীর পত্তন করেন।
123. 1700 খ্রিঃ ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয়।
124. 1739 খ্রিঃ নাদির শাহ ভারত আক্রমণ করেন, তখন দিল্লির সম্রাট ছিলেন মহম্মদ শাহ।
125.বাংলার প্রথম স্বাধীন নবাব হলেন মুর্শিদকুলি খাঁ ।
126.আলিবর্দী খাঁর সময় বাংলায় বর্গী আক্রমণ হয়েছিল।
127. 1761 খ্রিঃ পানিপথের তৃতীয় যুদ্ধে পেশােয়া বালাজী বাজীরাও ,আহম্মদ শাহ আবদালীর কাছে পরাজিত হন।
128.1760 খ্রিঃ বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়ার কূট ফরাসি সেনাপতি লালীকে পরাজিত করেন।
129. 1756 খ্রিঃ ‘অন্ধকূপ হত্যা’ হয়েছিল।
130. 1757 খ্রিঃ ইংরেজ ও সিরাজদৌল্লার মধ্যে আলিনগরেরসন্ধি হয়।
131. 1757 খ্রিঃ পলাশির যুদ্ধ হয়।
132. 1764 খ্রিঃ বক্সারের যুদ্ধে ইংরেজরা বাংলার নবাব মীরকাশিম,অযােধ্যার নবাব সুজাউদদৌল্লা ও দিল্লির বাদশাহ শাহ আলমের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন।
133. 1765 খ্রিঃ দ্বিতীয় শাহ আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি প্রদান করে ।।
134. 1802 খ্রিঃ ইংরেজদের সঙ্গে পেশােয়া দ্বিতীয় বাজীরাও এর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়।
135. নানা ফড়নবীশকে ভারতের ম্যাকিয়াভেলি’ বলা হয়।
136.1784 খ্রিঃ টিপু সুলতান ও ইঃরেজদের মধ্যে ম্যাঙ্গালােরের সন্ধি হয়।
137. 1792 খ্রিঃ ত্রিশক্তি জোট (নিজাম, মারাঠা ও ইংরেজ) এর সঙ্গে টিপু সুলতানের শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়।
138.1798 সালে লর্ড ওয়েলেসলী ‘অধীনতামূলক মিত্ৰতা নীতি’ প্রবর্তন করেন।
139.দেশীয় রাজন্যবর্গের মধ্যে সর্বপ্রথম অধীনতামূলক মিত্ৰতা নীতি গ্রহণ করেন হায়দ্রাবাদ-এর নিজাম।
140.1799 সালে চতুর্থইঙ্গ-মহীশূর যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হন।
141. 1809 খ্রিঃ ইংরেজ ও রণজিৎ সিং-এর মধ্যে মিত্ৰতা চুক্তি স্বাক্ষরিত হয়।
142. 1838 খ্রিঃ ইংরেজ, শাহ সুজা ও রণজিৎ সিং-এর মধ্যে ত্রিশক্তি মিত্ৰতা চুক্তি হয়।
143. 1848 খ্রিঃ লর্ড ডালহৌসি ‘স্বত্ববিলােপ নীতি’ প্রবর্তন করেন।
144.‘দেওয়ানি’কথার অর্থ রাজস্ব সংক্রান্ত অধিকার।
145.বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ (1765 খ্রিঃ)।
146.বাংলায় দ্বৈত শাসন রদ করেন ওয়ারেন হেস্টিংস (1772 খ্রিঃ)।
147.1773 খ্রিঃ রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 খ্রিঃ কলকাতায় সুপ্রীমকোর্ট স্থাপিত হয়।
148.সুপ্রীম কোর্টের প্রথম বিচারপতি এলিজা ইম্পে।
149. কর্নওয়ালিস 1793 খ্রিঃ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
150.কর্নওয়ালিস ভ্রাম্যমান আদালত স্থাপন করেন।
151. 1781 খ্রিঃ ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন।
152. 1784 খ্রিঃ উইলিয়াম জোনস এশিয়াটিক সােসাইটি প্রতিষ্ঠা করেন।
153. 1817 খ্রিঃ হিন্দু কলেজ, হেয়ার স্কুল, কলকাতা স্কুল বুক সােসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। বড়লাট লর্ড ক্যানিং-এর সময়ে।
154. 1857 খ্রিঃ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
155.1854 খ্রিঃ উডের ডেসপ্যাচ ঘােষিত হয়।
156. কলকাতা মেডিক্যাল কলেজ স্থাপিত হয় লর্ড উইলিয়াম বেন্টিক-এর সময়, 1835 সালে।
157.ভারতের প্রথম সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’ (1780 খ্রিঃ জেমস অগাস্টাস হিকির সম্পাদনায়) ইংরেজি ভাষায় লেখা হয়।
158.বাংলা গদ্য সাহিত্যের প্রথম বই উইলিয়াম কেরীর "কথােপকথন" ।
159.বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র উইলিয়াম কেরীর সম্পাদিত "সমাচার দর্পণ"
160. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত "সংবাদ প্রভাকর" ।
161. রামমােহন রায় 1815 সালে ‘আত্মীয়সভা’ প্রতিষ্ঠা করেন।
162.রামমােহন 1828 সালে ব্রাহ্মসমাজ’ প্রতিষ্ঠা করেন। 1830 সালে স্থাপন করে ব্রহ্মসভা।
163. সতীদাহ প্রথা উইলিয়াম বেন্টিঙ্ক -এর সহায়তায় 1829 খ্রিঃ রামমােহন
রায় রদ করেন।
164. বিধবা বিবাহ আইন 1856 সালে প্রবর্তিত হয়।
165. সন্ন্যাসী বিদ্রোহ হয় 1763 খ্রিঃ।
166. চুয়াড়-বিদ্রোহ 1799 খ্রিঃ হয়।
167.ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম হল‘তারিখ-ই-মহম্মদ দিয়া বা ‘মহম্মদ প্রদর্শিত পথ।
168.“ওয়াহাবি’ কথার অর্থ ‘নবজাগরণ।
169.তিতুমীরের আসল নাম হল মীর নিশার আলি।
170.1831 সালে কোল বিদ্রোহ ঘটে ।
171.1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়।
172.1857 সালে সিপাহী বিদ্রোহ হয়।
173.গভর্নর জেনারেল লর্ড ক্যানিং-এর সময়ে সিপাহী বিদ্রোহ হয়।
174.সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে।
175.1858 সালে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে।
176.মহারানির ঘােষণাপত্র প্রকাশিত হয় 1858 সালের 1st নভেম্বর।
177.1853 সালে লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়। বােম্বে থেকে থানে পর্যন্ত।(21 মাইল)
178.সরকারি অর্থে রেল চালু হয় গভর্নর জেনারেল লর্ড মেয়ের আমলে।
179.1855 সালে রিষড়ায় ভারতের প্রথম চটকল স্থাপিত হয়।
180.Poverty and un-british rule in India'— দাদা ভাই নৌরজী র লেখা ।
181.1878 খ্রিঃ লর্ড লিটন অস্ত্র আইন প্রবর্তন করেন।
182. 1876 খ্রিঃ লর্ড লিটন-এর শাসনকালে ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’পাশ হয়।
183. ইন্ডিয়ান অ্যাসােসিয়েশন’ 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমােহন বসু প্রতিষ্ঠা করেন।
184.1883 সালে লর্ড রিপনের শাসনকালে ইলবার্ট বিল পেশ হয়।
185.বড়লাট লর্ড ডাফরিন-এরশাসনকালে 1885 খ্রিঃ অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন।
186. বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসকে "বাংলার ওয়াট টাইটলার " বলা হয়।
187.1860 সালে নীল কমিশন গঠন হয়।
188.1882 খ্রিঃ লর্ড রিপন-এর সময়ে স্যার উইলিয়াম হান্টার-এর নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয়।
189. 1917 খ্রিঃ স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে স্যাডলার কমিশন গঠিত হয়।
190. মহাদেব গােবিন্দ রানাড়ে, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন।
191.স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিঃ আর্য সমাজ প্রতিষ্ঠা করেন।
192. 1893 সালে চিকাগাে বিশ্বধর্ম সম্মেলন হয়েছিল।
193.শুদ্ধি আন্দোলনের প্রবক্তা স্বামী দয়ানন্দ সরস্বতী।
194.আলিগড় আন্দোলনের স্রষ্টা স্যার সৈয়দ আহমেদ খাঁ।
195." তারা চেয়েছিলেন রুটি ,পেয়েছিলেন পাথরের টুকরো " - বক্তব্যটি লালা লাজপত রায়ের ।
196.1905 -এর 19 জুলাই বঙ্গভঙ্গ ঘােষিত হয়।
197.1905 -এর 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়।
198. 1911 -এর 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হয়।
199. বঙ্গভঙ্গ বিরােধী আন্দোলনে জাতীয় সঙ্গীত হিসাবে ‘বন্দেমাতরম’গানটি গাওয়া হয়।
200.সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা’ বলা হয়।
201.কৃষ্ণকুমার মিত্র ‘সঞ্জীবনী’ পত্রিকায় সর্বপ্রথম বয়কট- এর আহ্বান জানান।
202.আনন্দমােহন বসুর সভাপতিত্বে ফেডারেশন হলের (মিলন মন্দির) ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
203.‘ডন সােসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখােপাধ্যায়।
204. 1907 সালে সুরাট অধিবেশনে চরমপন্থী দল কংগ্রেস অধিবেশন ত্যাগ করে।
205.1906 সালে ঢাকাতে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়।
206. 1909 সালে মর্লে-মিন্টো সংস্কার প্রবর্তিত হয়।
207.কলকাতায় 1902 সালে প্রমথনাথ মিত্র ‘অনুশীলন সমিতি’প্রতিষ্ঠা করেন।
208.1908 -এর 11 আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসু-কে ফাঁসি দেওয়া হয়।
209.‘গণপতি’ ও ‘শিবাজী’ উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক ।
210.1899 খ্রিঃ বিনায়ক দামােদর সাভারকর ‘মিত্রমেলা’ গঠন করেন পরে ‘মিত্রমেলা’-র নাম হয় ‘অভিনব ভারত।
211.ইন্ডিয়ান হােমরুল সােসাইটি প্রতিষ্ঠা করেন শ্যামজী কৃষ্ণ বর্মা 1905 সালে, লণ্ডনে।
212.ইণ্ডিয়ান হােমরুল লীগ’– অ্যানি বেসান্ত 1916 সালে প্রতিষ্ঠা করেন।
213.1929 খ্রিঃ 31 december জাতীয় কংগ্রেসের লাহাের অধিবেশনে পূর্ণ স্বাধীনতার আদর্শ গ্রহণ করা হয় জওহরলাল নেহরুর উদ্যোগে।
214.'A nation in making' গ্রন্থটির রচয়িতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
215.সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ‘দেশনায়ক’ অ্যাখ্যা দেন।
216.1947 খ্রিঃ 24 মার্চ লর্ড মাউন্টব্যাটেন ভারতের বড়লাট-এর কার্যভার গ্রহণ করেন।
217.1913 সালে লালা হরদয়াল সানফ্রান্সিককো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন।
218.1915 খ্রিঃ বুড়িবালামের যুদ্ধ হয়।
219.গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গােপালকৃষ্ণ গােখলে।
220. চম্পারণ সত্যাগ্রহ শুর হয় 1917 সালে বিহারের চম্পারণে।
221. খেদা সত্যাগ্রহ হয় 1918 সালে।
222. 1916 সালের লক্ষৌ চুক্তি স্বাক্ষরিত হয় কংগ্রেস ও মুসলিম লীগ-এর মধ্যে।
223.1919খ্রিঃ মন্টেগু চেমসফোর্ডসংস্কার (শাসনতান্ত্রিক সংস্কার) আইন পাশ হয়।
224. 1919 খ্রিঃ রাওলাট আইন চালু হয়।
225. 1919 খ্রিঃ 13 এপ্রিল অমৃতসর ও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়।
226. অহিংস অসহযােগ আন্দোলন শুরু হয় 1920 খ্রিঃ।
227. 1920 খ্রিঃ শুরু হয় খিলাফৎ আন্দোলন।
228.1922 খ্রিঃ 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গােরক্ষপুর জেলার চৌরিচেরা থানায় উত্তেজিত জনতা অগ্নিসংযােগ করলে 22 জন পুলিশ মার যায়।
229.1923 সালে মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাশ স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন।
230. 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়।
231. 1928 সালে নেহরু রিপাের্ট পেশ হয়।
232. 1930, 12 মার্চ গান্ধীজি ডাণ্ডি অভিযান শুরু করেন।
233. 1930, 6 এপ্রিল আইন অমান্য আন্দোলন শুরু হয়।
234. 1930, 18 এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সংগঠিত হয়।
235. বিবাদী নামে পরিচিত হলো - বিনয়কৃষ্ণ বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত ।।
236. 1931 খ্রিঃ গান্ধী-আরউইন চুক্তি (দিল্লি চুক্তি) স্বাক্ষরিত হয়।
237. 1932 খ্রিঃ 16 আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডােনাল্ড ।
238. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি’ চালু করেন।
239. 1932 খ্রিঃ গান্ধীজি ও আম্বেদকর ‘পুণা চুক্তি করেন।
240. 1929 খ্রিঃ মুসলিম লীগের দিল্লি অধিবেশনে জিন্না চৌদ্দ দফা দাবি পেশ করেন।
241. 1920 খ্রিঃ AITUC গঠিত হয়। প্রথম অধিবেশন বােম্বাইতে হয়।সভাপতি ছিলেন লালা লাজপত রায়।
242. 1929 খ্রিঃ কংগ্রেসের লাহাের অধিবেশনে জওহরলাল নেহেরু সভাপতি হয়েছিলেন।
243. 1938 খ্রিঃ কংগ্রেসের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন।
244. 1939 খ্রঃ কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে পুনরায় সভাপতি পদেনির্বাচিত হন সুভাষচন্দ্র বসু।
245. 1939 খ্রিঃ সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।
246. 1943 খ্রিঃ রাসবিহারী বসু সিঙ্গাপুরে ‘আজাদ হিন্দ ফৌজ’ গঠন করেন ।
247. 1946 খ্রিঃ ফেব্রুয়ারি মাসে ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ ভারতীয় ।
248. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উল্লেখযােগ্য ঘটনা।
249. 1946 খ্রিঃ 24 মার্চ দিল্লিতে মন্ত্রীমিশন উপস্থিত হয়।
250. 1946 খ্রিঃ 2 সেপ্টেম্বর জওহরলাল নেহেরুর নেতৃত্বে কেন্দ্রে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।