আজকের এই পিডিএফ টিতে 150 টি প্রশ্ন উত্তর আছে । যেগুলো তোমাদের Upcoming যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় তোমাদের কাজে লাগবে । এই পিডিএফ টি তে গত 4 মাসের তথা জানুয়ারি + ফেব্রুয়ারি + মার্চ + এপ্রিল এর অতি গুরুত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে । বিশেষ করে যারা WBP মেন, WBCS প্রিলি ও ICDS INTERVIEW দেবে তাদের জন্য এই বিশেষ PDF টি খুব ই কার্যকরী হবে ।
গুরুত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর এই পিডিএফ
টির মূল্য খুব সামান্য রাখা হয়েছে । মূল্য মাত্র ১০/- টাকা ।
আপনারা হয়তো কেউ কেউ জানেন বা কেউ জানেন না তাদের উদ্দেশ্যে বলি ,আমাদের একটি ছোট্ট সংস্থা আছে যার নাম " ইচ্ছে " । যেখানে আমরা কয়েকজন সদস্য নিজেদের ইচ্ছেয় ইট ভাটার ছোট ছোট ছেলে মেয়েদের এবং তার সাথে গরীব বাচ্চাদের পড়ায়। তাদের জন্যে বই ,খাতা ,পেন এসব এর ব্যাবস্থা আমরা কয়েক জন সদস্যই করে থাকি। তাই এই ছোট ছোট পারিশ্রমিক গুলো নেওয়া হয় ।যাতে অন্যদের জীবনেও কিছুটা আলো আমরা দিতে পারি।
PDF কেনা বা না কেনাটা সম্পূর্ন আপনার ব্যাপার । আমাদের YOUTUBE চ্যানেল এ সম্পূর্ন PDF এর ভিডিও দেওয়া আছে ,চাইলে ওখান থেকেও আপনি NOTE করে নিতে পারেন ।
প্রশ্ন উত্তর এর PDF এর লিঙ্ক নিচে দেওয়া হলো ।
Download PDF - CLICK HERE
Payment করতে বা PDF DOWNLOAD হচ্ছে না এরকম যেকোনো সমস্যায় 8145375340 WHAT'S APP করুন ।