Type Here to Get Search Results !

28th দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স I Current Affairs in Bengali II Daily Current Affairs in Bengali - 28th May, 2022 II May Current Affairs 28/05/2022

Current Affairs in Bengali ,28th May, 2022 

Special Notes for ICDS INTERVIEW CANDIDATES

Hello my Dear Students, তোমাদের সকলকে www.studywithpiya.in ওয়েবসাইট এ স্বাগত জানায় ।।


তোমরা নিজেরা জানো প্রতিটি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক কতটা গুরুত্বপূর্ণ । পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন পরীক্ষার জন্য আজ তােমাদের সাথে শেয়ার করবাে গুরুত্বপূর্ণ কিছু Current Affairs . যেগুলো তােমাদের আগত পরীক্ষার প্রস্তুতি কে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবে । মাসের শেষে ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF পাবে এবং মক টেস্ট দিতে পারবে ।।

 এখানে প্রতিদিন ফ্রী মক টেস্ট নেওয়া হয়। প্রতিদিন MOCK TEST দাও ,যাতে এই মক টেস্ট গুলো দেওয়ার পর আর কোনো প্রশ্ন পরীক্ষায়় আটকে না যায় ।

 যদি তোমাদের CURRENT AFFAIRS ভালাে লেগে থাকে তবে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট বা মন্তব্য করো নিচে গিয়ে । তোমাদের একটি মাত্র কমেন্ট আমাদের উৎসাহ জোগায়। অবশ্যই আমাদের ওয়েবসাইট টি www.studywithpiya.in ফলো করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ JOIN করো প্রতিদিন আপডেট পাওয়ার জন্যে ।।


Current Affairs in Bengali ,28th May, 2022



1. 'Tomb of Sand ' শিরোনামে উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার প্রাইজ জিতলেন গীতাঞ্জলি শ্রী । মূল বইটি হিন্দি ভাষায় রচিত হয়েছে ।

2। প্রথম ন্যাশনাল কনফারেন্স অফ ওম্যান legislators উদ্বোধন করলেন রামনাথ কোবিন্দ ।
Extra Dose : তিনি ভারতের 14 তম এবং বর্তমান রাষ্ট্রপতি । এটি অনুষ্ঠিত হলো কেরালার তিরুবন্তপুরমে ।

3। ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলল কোন দেশের সাথে ? 
উত্তর :  অস্ট্রেলিয়া
Extra Dose : 
A.অস্ট্রেলিয়ার রাজধানী - ক্যানবেরা 
B.মুদ্রার নাম - অস্ট্রেলিয়ান ডলার 

4। সম্প্রতি উত্তর প্রদেশের প্রথম পলিউশন কন্ট্রোল টাওয়ার টি কোথায় তৈরি করা হবে ? 
উত্তর : নয়ডা ।

উত্তরপ্রদেশের রাজধানী - লখনৌ 
মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ 
রাজ্যপাল - আনন্দি বেন প্যাটেল ।

5। জম্মুতে ভারতের প্রথম "ল্যাভেন্ডার উৎসব" এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ।

6। IBA's Athletes' Committee চেয়ারম্যান এবং ভোটিং মেম্বার হিসাবে
নির্বাচিত হলেন ভারতীয় মহিলা বক্সার লভলিনা বর্গহাইন কে ।
7। French Riviera Film Festival-এ Excellence in Cinema
Award অ্যাওয়ার্ড জিতলেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী ।

8.গুজরাটে বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া প্লান্ট উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী ।

9.লোকপালের অ্যাক্টিং চেয়ারপারসন হিসাবে বিচারপতি প্রদীপ কুমার
মোহান্তিকে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।

10.দ্বিতীয় রাজ্য হিসাবে জাতীয় উদ্যানের ভিতরে অবস্থিত গ্রামের
Community Forest Resource (CFR) অধিকারকে অনুমোদন দিল
ছত্তিশগড় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad