Type Here to Get Search Results !

WBPSC ICDS Supervisor 2019 RESULT update ! Online Verification কবে ? ইন্টারভিউ কবে থেকে শুরু ?

Hello Everyone , Welcome to STUDY WITH PIYA 

অনেক দিন ধরে তোমরা সকলে অপেক্ষা করছিলে যে ICDS supervisor 2019 Result কবে বেরোবে । ইন্টারভিউ কবে হবে ,অনলাইন ভেরিফিকেশন হবে কিনা । আজকের এই প্রবন্ধে তোমাদের সব প্রশ্নের উত্তর দেব আমি । যারা এই প্রথম আমাদের ওয়েবসাইট ভিজিট করছো তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট টি কে ফলো করে রেখো ।। 

1.ICDS SUPERVISOR RESULT 2019 কবে বেরোবে ?
উত্তর : জুন মাসের শেষ সপ্তাহে আশা করা যেতে পারে ।

2.ICDS INTERVIEW কবে থেকে শুরু হতে পারে ?
উত্তর : WBPSC র নোটিশ অনুযায়ী 25 শে জুলাই থেকে শুরু হতে পারে ।

3. Online Verification কবে থেকে শুরু হবে ?
উত্তর : WBPSC র নোটিশ অনুযায়ী  1st জুলাই থেকে শুরু হতে পারে ।

4. ইন্টারভিউ তে কতজন ডাক পেতে পারে ? 
উত্তর : আশা করা যায় মোটামুটি ১:৩ ডাকা হতে পারে । অর্থাৎ ১ টি সিটের জন্য ৩ জন কে ডাকা হতে পারে ।

5.এর পরবর্তীতে কি করণীয় এখন ছাত্রী দের ? 
উত্তর : ইন্টারভিউ এর প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত । 

6. ইন্টারভিউ এর জন্য কিভাবে প্রস্তুতি নেব ?
উত্তর : ইন্টারভিউ এর জন্য সঠিক ভাবে প্রস্তুতি নেওয়া উচিত এখন থেকেই কারণ রেজাল্ট বেরোনোর পর হাতে অনেক কম সময় পাবে ছাত্রীরা ।

7. STUDY WITH PIYA থেকে কিভাবে ছাত্রীরা সাহায্য পেতে পারে ?
উত্তর : নিচে একটি লিঙ্ক দেওয়া হলো । লিঙ্ক এ ক্লিক করলে একটি পেজ খুলে যাবে , যেখানে ছাত্রীরা কিভাবে আমাদের ক্লাস গুলো করতে পারবে সেটি পরিষ্কার ভাবে লেখা আছে 

8. ক্লাস গুলোর সাথে কি মক টেস্ট ইনক্লুড থাকবে ? 
উত্তর : না । যারা ক্লাস গুলো করবে তাদের কে এক্সট্রা পে করে মক টেস্ট দিতে হবে ।

9. ICDS INTERVIEW QUESTION ANSWER করানো হবে ?
উত্তর : হ্যাঁ করানো হবে ।

10. এখন থেকে কি ইন্টারভিউ এর প্রস্তুতি নেবো ? 
উত্তর : হ্যাঁ ।

11. ICDS SUPERVISOR DOCUMENT VERIFICATION এ কি কি ডকুমেন্টস লাগবে ?
উত্তর : কিছুদিন আগে Psc ক্লার্কশিপ এর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে । তার সাপেক্ষে বলা যায় - 
১. মাধ্যমিক এর এডমিট কার্ড (নাও লাগতে পারে)
২. মাধ্যমিক এর রেজাল্ট 
৩.মাধ্যমিক এর সার্টিফিকেট
৪.উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট
৫.উচ্চমাধ্যমিক এর সার্টিফিকেট(নাও লাগতে পারে)
৬.গ্রাডুয়েশন এর রেজাল্ট
৭. কাস্ট সার্টিফিকেট (যাদের আছে)
৮. PWD সার্টিফিকেট  (যাদের আছে)
9. EWS সার্টিফিকেট (যাদের আছে)
10.WBPSC থেকে একটি ফর্ম দেওয়া হবে সেটি A গ্রেড অফিসার কে দিয়ে Sign করাতে হবে । 
11. আধার কার্ড বা ভোটার কার্ড ( নাও লাগতে পারে )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad