Type Here to Get Search Results !

10th and 11th June 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স I Current Affairs in Bengali II Daily Current Affairs in Bengali - 1 to 5th June,2022 II June Current Affairs

 

Hello my Dear Students, তোমাদের সকলকে www.studywithpiya.in ওয়েবসাইট এ স্বাগত জানায় ।।

তোমরা নিজেরা জানো প্রতিটি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক কতটা গুরুত্বপূর্ণ । পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন পরীক্ষার জন্য আজ তােমাদের সাথে শেয়ার করবাে গুরুত্বপূর্ণ কিছু Current Affairs . যেগুলো তােমাদের আগত পরীক্ষার প্রস্তুতি কে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবে । মাসের শেষে ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF পাবে এবং মক টেস্ট দিতে পারবে ।।

 এখানে প্রতিদিন ফ্রী মক টেস্ট নেওয়া হয়। প্রতিদিন MOCK TEST দাও ,যাতে এই মক টেস্ট গুলো দেওয়ার পর আর কোনো প্রশ্ন পরীক্ষায়় আটকে না যায় ।

 যদি তোমাদের CURRENT AFFAIRS ভালাে লেগে থাকে তবে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট বা মন্তব্য করো নিচে গিয়ে । তোমাদের একটি মাত্র কমেন্ট আমাদের উৎসাহ জোগায়। অবশ্যই আমাদের ওয়েবসাইট টি www.studywithpiya.in ফলো করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ JOIN করো প্রতিদিন আপডেট পাওয়ার জন্যে ।।
আজ তোমাদের সাথে শেয়ার করবো 11th,12th June 2022 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স  । এখানে  অতি গুরুত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্স আছে । যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন । এখানে তোমরা পেয়ে যাবে প্রতিদিন গুরুত্বপূর্ণ Current Affairs , Extra Information এর জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো ।

যারা পুলিশ এর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা আমাদের নতুন CHANNEL " SWP ACADEMY " কে ফলো করতে পারো । প্রতিদিন নিয়ম মাফিক ক্লাস এর জন্যে । ওখানে প্রতিদিন GK SET PRACTICE করা হয় । 

June Month Current Affairs Download Link Below
 June 2022 :  Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad