3 লক্ষ হবে 9 লক্ষ । ভারত সরকারের নতুন স্কিম ।
কলকাতা: পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra KVP) ভারত সরকারের একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট স্কিম । এখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা রাখলে সেটি দ্বিগুণ হয়ে যায়। কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra KVP) দেশের সমস্ত ব্যাংক ও ডাকঘরে পাওয়া যায় । বর্তমানে এর ম্যাচিউরিটি পিরিয়ড ১২৪ মাস ৷ এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা ইনভেস্ট করতে হয় ৷ অধিকতম ইনভেস্ট করার কোনও লিমিট নেই ৷
KVP- র জন্য আর্থিক বছর ২0২1-এর জন্য প্রথম ত্রৈমাসিকে সুদের হার 6.9 শতাংশ ঠিক করা হয়েছে. এখানে 124 মাসে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে ৷ আপনি যদি এখানে এককালীন 3 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে ম্যাচিউরিটি শেষে আপনি 6 লক্ষ টাকা পাবেন।
এই স্কিমে আপনাকে কমপক্ষে ১০০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ কেভিপি একটি সার্টিফিকেট হিসেবে পাবেন ৷ এই স্কিমে সরকারে গ্যারেন্টি থাকে ফলে আপনার টাকা সুরক্ষিত থাকবে ।
এখানে 1 হাজার, 2 হাজার ,5 হাজার, 10 হাজার 50 হাজার টাকার সার্টিফিকেট আপনি পাবেন ।
পোস্ট অফিসে নিজের পরিচয় পত্র, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিয়ে আপনি সহজেই এই যোজনায় টাকা ইনভেস্ট করতে পারবেন. সিঙ্গল বা জয়েন্ট দু’রকমের অ্যাকাউন্ট খওলার সুবিধা রয়েছ অভিভাবকরা তাঁদের সন্তানদের নামেও অ্যাকাউন্ট খুলতে পারবেন।
এই স্কিমে আপনাকে কমপক্ষে ১০০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ তাহলে আর দেরি কিসের নিকটবর্তী যেকোনো ডাকঘর বা ব্যাংকে যোগাযোগ করুন এবং আমাদের পোস্টটিকে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করুন নিত্যনতুন এই ধরনের পোস্ট বা নিউজ পেতে ।
READ MORE | READ MORE |
---|---|
History MCQ MOCK |
Geography MCQ MOCK |
Life Science MCQ |
Physics MCQ |
Daily Current Affairs |
GK Short Trick by Piya Mam |