Type Here to Get Search Results !

IRCTC- র সঙ্গে কাজ করে বাড়ি বসে আয় করুন প্রতিমাসে ৮০ হাজার টাকা । Railway IRCTC Work

 IRCTC- র সঙ্গে কাজ করে বাড়ি বসে আয় করুন প্রতিমাসে  ৮০ হাজার টাকা  

কলকাতা : ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজমের কর্পোরেশন এর (Indian Railway Catering and Tourism Corporation) মাধ্যমে আপনি শুধু ট্রেনের (Other) কনফার্ম টিকিটই কাটতে পারবেন না, এই ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে আপনি প্রতিমাসে ঘরে বসে হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন । এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, শুধু আপনাকে একটি ছোট কাজ করতে হবে ।।

IRCTC আপনাকে প্রতিমাসে ৮০ হাজার টাকা উপার্জনের সুযোগ দিচ্ছে। তার জন্য আপনাকে শুধু IRCTC- র এজেন্ট হতে হবে। যেভাবে রেলওয়ের কাউন্টারগুলোতে টিকিট কাটা হয়, তেমন ভাবেই আপনাকে যাত্রীদের জন্য টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য আপনাকে IRCTC- র ওয়েবসাইটে গিয়ে এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে হবে । এরপর আপনি একটি স্বীকৃতিপ্রাপ্ত টিকিট বুকিং এজেন্ট হয়ে যাবেন, আর ঘরে বসে মাসে মোটা টাকা উপার্জন করতে পারবেন।।

যদি IRCTC- র স্বীকৃতিপ্রাপ্ত টিকিট বুকিং এজেন্ট হয়ে যান, তাহলে আপনি নিজে সমস্ত রকমের ট্রেনের বুকিং করতে পরবেন. তৎকাল, RAC টিকিটও কাটতে পারবেন আপনি। IRCTC টিকিট বুকিংয়ের জন্য নিজেদের এজেন্টকে ভালো কমিশন ় পে করে ।।

 যদি আপনি IRCTC এজেন্ট হন, আর আপনি কোনও যাত্রীর জন্য নন এসি টিকিট বুকিং করেন, তাহলে আপনাকে ২0 টাকা কমিশন দেবে IRCTC. AC টিকিটের বুকিংয়ে আপনি দ্বিগুণ কমিশন পাবেন।  টিকিটের দামের এক শতাংশ টাকা এজেন্টকে দেয় IRCTC ।

IRCTC এজেন্ট হলে আপনি মাসে যত খুশি টিকিট বুক করতে পারবেন। এছাড়াও ১৫ মিনিটে তৎকাল টিকিট বুক করার সুবিধাও পাবেন আপনি।একজন এজেন্ট হিসেবে  ট্রেন ছাড়া আন্তর্জাতিক ফ্লাইট এবং ঘরোয়া ফ্লাইটের টিকিটও বুক করতে পারবেন.তবে আপনাকে IRCTC- র এজেন্ট হতে হলে বছরে 3 হাজার 999 টাকা দিতে হবে ।। 

প্রতিদিন এই ধরনের আপডেট পেতে আমাদের ওয়েবসাইট টিকে ফলো করে রাখুন বা subscribe করে রাখুন ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad