--প্রাচীন ভারতের ইতিহাস --
-- প্রথম অধ্যায়ঃ --
WBCS PREPARATION
![]() |
Ancient History (প্রাচীন ভারতের ইতিহাস) !IVC ! সিন্ধু সভ্যতা ! IVC MCQ Question Answer! IVC Question Answer in Bengali |
READ MORE | READ MORE |
---|---|
History MCQ MOCK |
Geography MCQ MOCK |
Life Science MCQ |
Physics MCQ |
Daily Current Affairs |
GK Short Trick by Piya Mam |
1.প্রশ্ন:- মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম লেখো ?
উত্তর:- বিখ্যাত ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া জারেজ মেহেরগড়
সভ্যতা আবিষ্কার করেন ।
2.প্রশ্ন:- মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয় ?
উত্তর:- মেহেরগড় সভ্যতা ১৯৭৪
সালে আবিষ্কৃত হয় ।
3.প্রশ্ন:- মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত ?
উত্তর:- বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও
বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে – অর্থাৎ
বোলান গিরিপথেরকাছে ও কোয়েটা শহর থেকে ১৫০ কি.মি. দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল।
4. প্রশ্ন:- মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?
উত্তর:- মেহেরগড় সভ্যতা ভারতের নতুন প্রস্তর
যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।
5.প্রশ্ন:- ভারতীয় সভ্যতা কত প্রাচীন ?
উত্তর:- ভারতীয় সভ্যতা প্রায় 8500 বছরের প্রাচীন ।
6.প্রশ্ন:- ভারতের কোথায় কোথায় প্রাচীন প্রস্তরযুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে ?
উত্তর:- ভারতের পশ্চিম পাঞ্জাব ও দক্ষিণ
ভারতের তামিলনাড়ু অঞ্চলে প্রাচীন প্রস্তরযুগের
নিদর্শন আবিষ্কৃত হয়েছে ।
7.প্রশ্ন:- ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কী ?
উত্তর:- ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম মেহেরগড় সভ্যতা ।
8. প্রশ্ন:- মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা ?
উত্তর:- মেহেরগড় সভ্যতা নুতন প্রস্তর যুগের সভ্যতা ।
9.প্রশ্ন:- হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?
উত্তর:- হরপ্পা সভ্যতা ভারতের তাম্রপ্রস্তর যুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।
10. প্রশ্ন:- মেহেরগড় সভ্যতা কত
দূর বিস্তৃত ছিল ?
উত্তর:- বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত মেহেরগড় সভ্যতা বিস্তৃত ।
11.প্রশ্ন:- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের কোন সভ্যতা গড়ে উঠেছিল ?
উত্তর:- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল।
12.প্রশ্ন:- মেহেরগড় সভ্যতার প্রকৃতি কী ধরনের ছিল ?
উত্তর:- মেহেরগড় সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক ।
13.প্রশ্ন:- বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?
উত্তর:- বৈদিক সভ্যতা ছিল লৌহযুগের সমসাময়িক যুগের সভ্যতার নিদর্শন ।
14.প্রশ্ন:- মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম করো ?
উত্তর:- মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম নিম্নরূপ
(ক) মেহেরগড় (খ) কিলেগুল
মহম্মদ (গ) কোটদিজি (ঘ)গুমলা ও (ঙ) মুন্ডিগাক
15. প্রশ্ন:- সিন্ধু সভ্যতার নিদর্শন কে আবিস্কার করেন ?
উত্তর:-বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায় সিন্ধু সভ্যতার নিদর্শন আবিস্কার করেন ।
16.প্রশ্ন:- হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুতে নির্মিত ?
উত্তর:- হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি তামা ও টিন -এর সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত ।
17.প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা ?
উত্তর:- হরপ্পা সভ্যতা একটি নগর কেন্দ্রিক সভ্যতা ।
18. প্রশ্ন:- পুরাকালে হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কী ছিল ?
উত্তর:- প্রকৃতিগত ভাবে হরপ্পা সভ্যতা একটি নগরকেন্দ্রিক সভ্যতা হলেও হরপ্পা সভ্যতার মূল
ভিত্তি ছিল কৃষি এবং পশুপালন ।
19.প্রশ্ন:- হরপ্পা সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না ?
উত্তর:- হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতেন না ।
20.প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কত দিন আগে গড়ে উঠেছিল ?
উত্তর:- খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বৎসর আগে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল ।
21. প্রশ্ন:- ভারতবর্ষে প্রাক আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে ?
উত্তর:- গুজরাটের লোথাল-এ প্রাক আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে ।
22. প্রশ্ন:- ভারতের প্রথম নগরায়নের চিহ্ন কোন অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে ?
উত্তর:- হরপ্পা-মহেঞ্জোদরো অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে ভারতের প্রথম নগরায়নের চিহ্ন পাওয়া গেছে ।
23.প্রশ্ন:- ভারতের প্রথম নগরায়নের যুগের একটি শহরের নাম লেখো ?
উত্তর:- ভারতের প্রথম নগরায়নের যুগের একটি শহরের নাম মহেঞ্জোদারো ।
24.প্রশ্ন:-হরপ্পা সভ্যতা কবে আবিস্কৃত হয় ?
উত্তর:- হরপ্পা সভ্যতা ১৯২৪ সালে আবিস্কৃত হয় ।
25.প্রশ্ন:- হরপ্পা সভ্যতার কালসীমা লেখো ?
উত্তর:- হরপ্পা সভ্যতার কালসীমা হল 3000 – 1500 খ্রিস্টপূর্বাব্দ ।
26.প্রশ্ন:- সিন্ধু সভ্যতা আবিস্কারের সঙ্গে জড়িত একজন প্রত্নতাত্ত্বিকের নাম লেখো ?
উত্তর:- বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিস্কার করেন ।
27.প্রশ্ন:- ভারতবর্ষের প্রাচীনতম বন্দর কোনটি ?
উত্তর:- ভারতবর্ষের প্রাচীনতম বন্দরের নাম গুজরাটের লোথাল ।
28.প্রশ্ন:- রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ?
উত্তর:- রাজস্থানের কালিবঙ্গান অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ।
29.প্রশ্ন:- কোন বন্দরের মাধ্যমে হরপ্পা-সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত ?
উত্তর:- সবথেকে প্রাচীন বন্দর লোথাল বন্দরের মাধ্যমে হরপ্পা-সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত ।
30.প্রশ্ন:- হরপ্পা-সভ্যতার লিপির নাম কি ?
উত্তর: হরপ্পা-সভ্যতার লিপির নাম সিন্ধুলিপি।
31. প্রশ্ন: - হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক?
উত্তর: হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া এবং সুমেরীয়
সভ্যতার সমসাময়িক।
32. প্রশ্ন: - হরপ্পা কোথায় অবস্থিত?
উত্তর: - হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্টগোমারি জেলায় অবস্থিত ।
33. প্রশ্ন: - প্রাচীন ভারতে কারা আর্য নামে পরিচিত?
উত্তর: - আর্যরা ছিল ভারতের সুদর্শন এক জাতি । যাদের আদি বাসস্থান ছিল রাশিয়ার দক্ষিণাঞ্চল কিংবা ইউরোপ মহাদেশের অস্ট্রিয়া, হাঙ্গেরী অথবা চেকোস্লোভাকিয়ার
বিস্তীর্ণ অঞ্চলে।
34. - আর্যরা প্রথম কবে ভারতে আসে?
উত্তর: - আনুমানিক ১,৫০০ খ্রিস্টপূর্বাব্দে আর্যরা প্রথম ভারতে আসে।
35. প্রশ্ন: - আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করে?
উত্তর: উত্তর ভারতের সিন্ধু নদের পাঁচটি উপনদী,সরস্বতী এবং উচ্চ গাঙ্গেয় উপত্যকায় সপ্তসিন্ধু অঞ্চলে আর্যরা প্রথম ভারতে বসতি স্থাপন করেছিল ।
36. প্রশ্ন: - আর্যদের স্বর্ণমুদ্রার নাম কী?
উত্তর: - আর্যদের স্বর্ণমুদ্রার নাম হল নিষ্ক।
37.প্রশ্ন: - আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: - আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ।
38.প্রশ্ন: - ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি?
উত্তর: - ভারতের প্রাচীনতম সাহিত্য হল বেদ।
39.প্রশ্ন: - বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রথম অবদানটির নাম লেখো?
উত্তর: - বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রথম অবদান হলো উন্নত নগর পরিকল্পনা।
41.প্রশ্ন: - মহেঞ্জোদরো কোথায় অবস্থিত?
উত্তর: - বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, সিন্ধু নদের পশ্চিমতীরে মহেঞ্জোদরো অবস্থিত।
42.মহেন-জো-দরো শব্দের অর্থ কী?
উত্তর: - মহেন-জো-দরো শব্দের
অর্থ হল মৃতের স্তূপ।
43. প্রশ্ন: - প্রাচীন ভারতের
দুটি নগরের নাম লেখো?
উত্তর: - প্রাচীন ভারতের
দুটি নগরের নাম হরপ্পা ও
লোথাল।
44. বৃহৎ স্নানাগার কোথায় দেখতে পাওয়া যায়?
উত্তর : মহেঞ্জোদারো
45. সিন্ধু সভ্যতা একটি কেমন সভ্যতা?
উত্তর : চালকোলিথিক সভ্যতা ।
46. সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল ?
উত্তর : গম ও বার্লি
47. সিন্ধু সভ্যতার কোন site এ কাঠের তৈরি লাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর : কালিবঙ্গান
48.প্রশ্ন : হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে ?
উত্তর : লোথাল ।
49. হরপ্পা সভ্যতার কোন প্রশ্ন কেন্দ্র ঐতিহাসিক দের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত?
উত্তর: হরপ্পা
50. সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় " সিন্দম " নামে পরিচিত ছিল ?
উত্তর: ব্যাবিলন ।
51. সিন্ধু সভ্যতার প্রধান পূজা দেবী কে ছিলেন?
উত্তর : দেবি মাতা ।
52. সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত ষাঁড়ের মহরটি (Bull seal) পাওয়া গেছিল?
Ans: Harappa
53. চানহুদারো প্রত্ন ক্ষেত্রটির আবিষ্কারক কে ?
উত্তর: ননীগোপাল মজুমদার
54. আলমগীর পুর একটি গুরুত্বপূর্ণ সিন্ধু উপত্যকা কেন্দ্র , বর্তমানে কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: উত্তর প্রদেশ
55. সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত?
A। চানহুদারো
B। কালিবঙ্গান
C। ঢলাভিরা
D। বানওয়ালি
উত্তর : চানহুদারো
🔹 চানহুদারো -সিন্ধু (পকিস্তান )
🔹ধোলাভিরা -গুজরাট ( ভারত)
🔹বানওয়ালি- হরিয়ানা (ভারত)
🔹কালিবঙ্গান -রাজস্থান (ভারত)
56.আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি
উত্তর :বveda বেদ
প্রতিদিন এই ধরণের আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট টিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন ।। এই প্রশ্ন গুলো প্রতিটি পরীক্ষায় আপনাদের সাহায্য করবে ।।
Sindhu Sovvota,IVC, ANCIENT INDIA,IVC MCQ Question Answer Ancient History (প্রাচীন ভারতের ইতিহাস) !IVC ! সিন্ধু সভ্যতা ! IVC MCQ Question Answer! IVC Question Answer in Bengali,studywithpiya,Study With Piya ,Chapter wise everyday MCQ আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি ?ষোড়শ মহাজনপদ mcq I হরপ্পা সভ্যতা question answer Iancient india mcq I 16 mahajanapadas mcq I ancient history questions for upsc I ancient history topic wise mcq upsc I ancient india questions Iহরপ্পা সভ্যতা যুগের সভ্যতা Iহর্ষঙ্ক বংশ