Type Here to Get Search Results !

বাংলা প্রতিবেদন : অনলাইন পরীক্ষায় বিবিধ সমস্যা নিয়ে একটি প্রতিবেদন লেখ I WBCS Main Bengali Descriptive Part : 01

 বাংলা প্রতিবেদন : অনলাইন পরীক্ষায় বিবিধ সমস্যা নিয়ে  একটি প্রতিবেদন লেখ                     

বাংলা প্রতিবেদন : অনলাইন পরীক্ষায় বিবিধ সমস্যা নিয়ে  একটি প্রতিবেদন লেখ ! Bangla Descriptive   


গ্রামে নেই নেটওয়ার্ক , বাধ্য হয়ে পরীক্ষা নৌকায়, গাছতলায়


নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৭ অক্টোবর, ২০২০ : সুপ্রিম কোর্ট ও ইউজিসির নিয়ম

ও নির্দেশনামা অনুসারেই কলেজ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পরীক্ষা, কিন্তু বাঁধ সেধেছে

নেটওয়ার্ক । প্রত্যন্ত গ্রামীণ এলাকা গুলিতে মােবাইলের উন্নত নেটওয়ার্ক পরিষেবা  না

থাকার জন্য পরীক্ষার্থীরা নৌকায়, গাছতলায় কিংবা ফঁকা মাঠে বসে পরীক্ষা দিচ্ছেন।


                                    করােনা আবহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সমানভাবে চলছে অনলাইনে

 পঠনপাঠন। এবার অনলাইনেই সময় মতাে পরীক্ষাও সম্পূর্ণ করতে হবে,এমনই নির্দেশ কেন্দ্র

 শিক্ষামন্ত্রকের। সেইমতাে পরীক্ষার আয়ােজন করা হয়। প্রশ্নপত্র অনলাইনে দেওয়া হবে। সেখান থেকে

 তা প্রিন্টআউট নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই উত্তরপত্র কলেজে

অনলাইনের মাধ্যমেই আপলােড করে তা পাঠাতে হবে। সুন্দরবন লাগােয়া কিংবা উত্তর বঙ্গের

প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা জানাচ্ছেন, নেটওয়ার্ক এতটাই ধীর যে অনলাইনে আসাই

যাচ্ছেনা।দক্ষিনবঙ্গের এক কলেজ পড়ুয়া জানাচ্ছে, ঘরে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, মাঠে

বসে পরীক্ষা দিতে হচ্ছে। অনেক বন্ধুরাতাে নৌকায় রাত কাটিয়ে সকালে পরীক্ষা দিচ্ছে। খুব

সমস্যা আমাদের। আমাদের কথা কেউ ভেবে দেখেনা'।

                                      রাজ্য শিক্ষাদপ্তরের একজন অধিকর্তা জানাচ্ছেন, 'আমরা শিক্ষার্থীদের সমস্যার

 কথা জানি এবং বুঝি, কিন্তু আমাদেরও কিছু করার নেই। কারন এটা কেন্দ্রের নির্দেশ। তাই আমরা

 পালন করছি। তবে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের কথা ভেবে, তাদের জন্য আমরা উত্তরপত্র জমা

দেওয়ার বাড়তি সময়ও দিয়েছি। জনসংযােগ কারিগরি অধিকর্তা জানিয়েছেন, বিভিন্ন  মােবাইল

 কোম্পানিগুলিকে বলা হয়েছে পরীক্ষার দিন গুলিতে যাতে নেটওয়ার্ক পরিসেবা ঠিক

থাকে সেটা দেখতে'। 

#বাংলাপ্রতিবেদন #studywithpiya #WBCSMain #Bengalidescriptive

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad