আশা কর্মী নিয়োগ 2021-22 :
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইতিমধ্যেই আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আশা কর্মীর পদে আবেদন করতে পারবেন । আশা কর্মী পদে আবেদন করার জন্য বয়সসীমা ও প্রয়োজনীয় যোগ্যতা সহ তথ্য নিম্নে উল্লেখ করা হলো । যে সমস্ত জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বা পরবর্তীতে হবে সেই সব জেলার আবেদন করার লিংক নিচে দেওয়া হচ্ছে । এবং বাকি জেলাগুলোর ক্ষেত্রে খুব শীঘ্রই আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন আপনাদের কে আমাদের ওয়েবসাইট এ জানানো হবে।
আশা কর্মী নিয়োগ 2021-22
শিক্ষাগত যোগ্যতা - মাধ্যমিক পাশ
বয়স সীমা - ৩০-৪০
বেতন - প্রতিমাসে ৫৫০০/- টাকা
মোট শূন্যপদ -13000
আবেদন পদ্ধতি - অফলাইন
আশা কর্মীর শিক্ষাগত যোগ্যতা
আশা কর্মী পদে আবেদন করার জন্যন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাস । উচ্চ শিক্ষা সম্পন্ন মহিলারাও এর জন্য আবেদন করতে পারবেন ।তবে নিয়োগের ক্ষেত্রে কেবল মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার করা হবে ।
আশা কর্মীর বয়স সীমা
আবেদনকারীর বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে এবং তপশিলি জাতি/ তপশিলী উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 22 থেকে 40 .
আশা কর্মীর যোগ্যতা
👉 আশা কর্মীর আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে ।কেবল বিবাহিতা/ বিধবা /আইন সঙ্গতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন।
👉আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে ।
👉আবেদনকারী গ্রেড 1 এবং গ্রেড 2 স্ব নির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকলে আগে সুযোগ পাবেন ।
আশা কর্মী ফর্ম ফিলাপের জন্য ডকুমেন্টস
👉 জন্ম তারিখ এর শংসাপত্র বা মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড ।
👉 ভোটার কার্ড বা রেশন কার্ড ।
👉 জাতিগত প্রমাণপত্র (যদি থাকে)
👉 আবেদনকারী যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয় তাহলে তার প্রমান পত্র ।
👉 আবেদনকারীর দু কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ ।
কিভাবে আশা কর্মীর আবেদনপত্র ডাউনলোড করবেন ?
আশা কর্মী 2021 নিয়োগ এর সমস্ত আবেদন করার লিংক নিচে দেওয়া হচ্ছে । প্রতিটি জেলার পাশে আপনারা দুটো অপশন দেখতে পাবেন । একটি Apply Link এবং অন্যটি Coming Soon. এপ্লাই লিংকে ক্লিক করে আপনারা অফলাইন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন ।
১.Alipurduar - Coming Soon
২.Bankura - Coming Soon
৩.Birbhum - Coming Soon
৪.Cooch Bihar - Coming Soon
৫.Dakshin Dinajpur - Coming Soon
৬.Darjeeling - Coming Soon
৭.Hooghly - Click Here
৮.Howrah - Coming Soon
৯.Jalpaiguri - Coming Soon
১০.jhargram - Coming Soon
১১.Kalimpong - Coming Soon
১২.Kolkata - Coming Soon
১৩.Malda - Coming Soon
১৪.Murshidabad - Coming Soon
১৫.North 24 parganas - Coming Soon
১৬.Dakshin 24 Parganas - Coming Soon
১৭.Paschim Medinipur - Coming Soon
১৮.Purbo Medinipur - নীচে ক্লিক করুন আপনার ব্লক অনুযায়ী 👇👇👇👇
১৯.Paschim Bardhaman - Coming Soon
২০.Purbo Bardhaman - Coming Soon
২২.Uttar Dinajpur - Coming Soon
২৩.Nadia - Coming Soon