Type Here to Get Search Results !

WBPSC CLERKSHIP Typing Test I Information about typing test

         PSC CLERKSHIP TYPING PRACTICE

Hello Everyone welcome to STUDY WITH PIYA . 
প্রথমেই তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা,আর মাত্র কিছু পথ বাকি । ক্লার্কশিপ পরীক্ষার প্রায় 95 % এখন কমপ্লিট হয়ে গেছে ,সামনে মাত্র 5 % বাকি । ক্লার্কশিপ পরীক্ষায় অবশ্যই English এ তোমাদের 200 টি শব্দ 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে  অর্থাৎ 20 WPM । তাই এখন থেকে টাইপিং প্রাকটিস করা অত্যন্ত জরুরি । এবার থেকে প্রতিদিন তোমাদের কে এখানেই 200 টি শব্দ লেখার অনুশীলন করানো হবে এবং ক্লার্কশিপ সম্পর্কিত বিভিন্ন রকম আপডেট এখানে তোমরা পাবে । 
তাই অবশ্যই আমাদের ওয়েবসাইটটি কে তোমাদের হোমপেজে রেখে দেবে এবং প্রতিদিন ভিজিট করবে । একটি ঘড়িতে 10 মিনিটের অ্যালার্ম দিয়ে রাখো । নিচে 255 টি শব্দ দেওয়া হল । 10 মিনিটের মধ্যে এই 255 শব্দ লেখার চেষ্টা করো । একটু বেশি দিলাম এর কারণ হলো পরীক্ষাতে নার্ভাসনেস কাজ করবে এবং তখন টাইপ স্পীড একটু হলেও কমবে । তাই এখন থেকে একটু বেশি ওয়ার্ড তোমাদের প্র্যাকটিস করতে হবে । এই এক মাসে আমরা একটু একটু করে ওয়ার্ড কাউন্ট বাড়াবো । যাতে পরীক্ষা আসতে আসতে 10 মিনিটে তোমরা অন্তত 300 টি শব্দ লিখে আসতে পারো । 
যারা একদম প্রথম প্রথম লিখতে বসবে হতেই পারে প্রথমবারে 10 মিনিটে তোমরা 150 ওয়ার্ড লিখতে পারলে , তাই বলে হতাশ হবে না । আবার লিখবে  দেখবে নিশ্চয় হবে আর একটু বেশি ।তবে হাল ছাড়লে চলবে না । রোজ নিয়ম করে অন্তত দুবার লেখা প্র্যাক্টিস করতেই হবে । 
কয়েকটি বিষয় মনে রাখতে হবে 
১.বেশি ব্যাকস্পেস ব্যবহার করা যাবে না ।
২. বানান ভুল বেশি করা যাবে না ।
৩.কনফিডেন্ট থাকবে ,হতে পারে পরীক্ষা হলে ঢুকলে এক্সাম শুরু হলো আর চারিদিক থেকে প্রচুর শব্দ হতে শুরু করলো । ঘাবড়ে যাবে না। কারোর দিকে না তাকিয়ে লিখতে শুরু করো ।ঠিক হয়ে যাবে। 
৪. অনেক ক্ষেত্রে শোনা গেছে ,যে স্ক্রিপ্ট টা দেওয়া হয় লেখার জন্য সেটাতে কিছু বানান ভুল থাকতে পারে ,কিন্তু কখনোই সেগুলো শুধরে লিখতে যাবে না। যা লেখা আছে সেটাই লিখবে ।

They will always complain. They will say that these people are just running away from the world . Right now , the way the world is going , if a lot of people become over industrious and continue to do too many things on this planer , it will not even last another ten years. Fortunately , 50 per cent of the people are lazy. The other 50 per cent , who are too industrious , are busy destroying the world. Probably only 1 per cent are really spiritual .Now , we want to make at least 50 per cent of them spiritual in order to save the world.

People who are withdrawing from excessive activity are not causing any damage either to themselves, the society , the world, the environment or the planet. It is only people who are engaged in activity in absolute unawareness who are truly destroying this world , isn’t it ? In total unawareness, not knowing what they are doing, simply intimating someone, they are doing more damaging activity than anyone else. They are the people who are talking the whole of humanity toward global suicide .So right now, the most responsible thing you can do in the world is to withdraw from unconscious activity, but withdrawing from activity is not so simple. It takes tremendous maturity to simply sit quietly, only doing things to the extent that it is needed. 


খুব ভালো করে প্র্যাক্টিস করো । হতেই হবে । পরবর্তী আপডেট পেতে আমাদের টেলিগ্রাম এ যুক্ত হও । এছাড়া আমাদের ওয়েবসাইট টিকে ফলো  করো ।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad