Staff selection commission MTS and Havaldar recruitment notification 2022 :
চাকরিপ্রার্থীদের কাছে সুবর্ণ সুযোগ । মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের বিভিন্ন অফিস এবং দপ্তরে হাজার হাজার কর্মী নিয়োগ। ইতিমধ্যেই স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC একটি নোটিশ জারি করেছে যেখানে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে নিয়োগ করা হবে । মাধ্যমিক পাশ করে থাকলেই প্রার্থীরা এই সমস্ত পদে আবেদন করতে পারবেন । সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পোস্ট গুলোর জন্য । Staff selection commission MTS and Havaldar recruitment notification 2022
SSC MTS & Havaldar Recruitment 2022
পদের নাম - মাল্টিটাস্কিং স্টাফ (নন টেকনিক্যাল) বা MTS এবং হাবিলদার ।
মোট শূন্যপদ - অফিশিয়াল বিজ্ঞপ্তিতে এখনো শূন্য পদের সংখ্যা প্রকাশিত হয়নি ,তবে হাবিলদার পদের জন্য ৩৬০৩ টি পদ আছে ।
বয়স - ০১-০২-২০২২ এর তারিখের ভিত্তিতে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে । সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা যেমন বয়সের ছাড় পান তেমন ছাড় পাবেন।
![]() |
Staff selection commission MTS and Havaldar recruitment notification 2022 |
শিক্ষাগত যোগ্যতা - উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকলেই প্রার্থীরা এই পদ গুলোর জন্য আবেদন করতে পারবেন ।
আবেদন পদ্ধতি - যে সমস্ত প্রার্থীরা এই পদ গুলোর জন্য আবেদন করতে চাইছেন তারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন । আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীর একটি ফোন নাম্বার এবং বৈধ মেইল আইডি থাকতে হবে । SSC.nic.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন 22 শে মার্চ থেকে 30 শে এপ্রিল পর্যন্ত । আবেদন করার জন্য প্রথমে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে । রেজিষ্ট্রেশন করার পর মোবাইল নাম্বার এবং ইমেইল একাউন্টে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে । পরে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রার্থীরা আবেদন করতে পারবেন। যদি আগে থেকে আপনারা কোনদিন এসএসসিতে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে তার পাসওয়ার্ড আইডি দিয়ে লগইন করতে পারবেন সেক্ষেত্রে পুনরায় রেজিস্ট্রেশন করার দরকার পড়বে না । এছাড়াও প্রার্থীকে একটি রিসেন্ট ফটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে । ফটোতে যদি তারিখ উল্লেখ করা থাকে সেক্ষেত্রে ভালো হয় ।
আবেদন ফি - জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে 100 টাকা ধার্য করা হয়েছে কিন্তু আপনি যদি মহিলা প্রার্থী, শারীরিক প্রতিবন্ধী, তপশিলি জাতি, তপশিলী উপজাতি এবং ex-servicemen সম্প্রদায়ভুক্ত হন তাহলে আপনাদের জন্য কোনরকম ফি লাগবেনা ।
আবেদন ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড ,ক্রেডিট কার্ড ,এস বি আই ব্যাংক চালান ,নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ।
অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হল 2/5/2022 এবং ব্যাংক চালান এর আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হল 3/5/2022
আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্ট লাগবে :
ভোটার আইডি কার্ড/ আধার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স /প্যান কার্ড /পাসপোর্ট /স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড এদের মধ্যে যেকোনো একটি ।
পরীক্ষা কেন্দ্র - সারা ভারতজুড়ে এই পরীক্ষার কেন্দ্র নির্বাচিত হয়েছে । পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্যও গোটা রাজ্য জুড়ে বড় বড় শহরগুলোতে পরীক্ষা কেন্দ্র রয়েছে যেমন আসানসোল, দুর্গাপুর ,কলকাতা ,বর্ধমান, কল্যাণী এবং শিলিগুড়ি।
নির্বাচন পদ্ধতি : মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার উভয় পদের জন্য প্রথমে CBT অর্থাৎ কম্পিউটার বেস্ট টেস্ট হবে ।
মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে paper-1 এ উত্তীর্ণ হলে paper-2 দিতে হবে যেখানে ডেস্ক্রিপটিভ প্রশ্ন থাকবে । কিন্তু হাবিলদার পদের জন্য পেপার ওয়ান পরীক্ষায় পাশ করলে পরবর্তীতে ফিজিক্যাল স্ট্যান্ডার টেস্ট (PST) ও ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET) দিতে হবে এবং তার পরবর্তীতে থাকবে ডেসক্রিপটিভ পেপার অর্থাৎ paper-2 ।
পেপার 1 সিলেবাস : জেনারেল ইংলিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড জেনারেল অ্যাওয়ারনেস এই বিষয়গুলি থেকে 100 টি প্রশ্ন আসবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 মার্ক করে । প্রতিটি বিষয়ে 25 নম্বর করে থাকবে এবং মোট 90 মিনিটের পরীক্ষা হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে নেগেটিভ মার্কিং থাকবে ।
![]() |
Staff selection commission MTS and Havaldar recruitment notification 2022 |
ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট :
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1600 মিটার 15 মিনিটে হাঁটতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 1 কিলোমিটার 20 মিনিটে হাঁটতে হবে ।
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 30 মিনিটে 8 কিলোমিটার সাইকেল চালাতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 25 মিনিটে 3 কিলোমিটার সাইকেল চালাতে হবে।
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট :
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 157.5 সেন্টিমিটার হতে হবে এবং ছাতি 76 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার প্রসারনের ক্ষমতা থাকতে হবে ।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার এবং ওজন 48 কেজি হতে হবে ।
আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ 30 শে এপ্রিল 2022 ।
এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ।
অফিসিয়াল নোটিশ : Click Here
PDF Download করুন : Click Here