Hello Everyone ,
Welcome to Study with Piya . সামনেই WBCS ২০২২ এর প্রিলি পরীক্ষা। আজ তোমাদের সাথে আলোচনা করবো প্রিলি পরীক্ষায় উ্তীর্ণ হওয়ার জন্যে যে বই গুলো ফলো করা উচিত । কিছু ভালো বই পড়ার অভ্যাস থাকলে তোমার স্বপ্নের পথ মসৃণ হবে । প্রতিটি বই এর নিচে Buy Now এর লিঙ্ক দেওয়া আছে ,তোমরা চাইলে 40 % কম দামে বই গুলো অনলাইন থেকে কিনতে পারো । বিশেষ অফার চলছে এখন সমস্ত বই এর দামের উপর । চলো দেখে নেওয়া যাক ।
WBCS প্রিলি নম্বর ডিভিশন
প্রিলিতে মোট 200 নম্বরের পরীক্ষা দিতে হয় ,যেখানে অবজেক্টিভ টাইপ এর প্রশ্ন থাকে । ইতিহাস এ থাকে 50 নম্বর ,যেখানে Indian History থেকে থাকে 25 নম্বর আবার Modern History থেকে থাকে 25 নম্বর । ভূগোল থেকে 25 - যেখানে স্পেশাল ভাবে থাকে পশ্চিমবঙ্গের ভূগোল ,সংবিধান ও Economics থেকে 25,ইংলিশ থেকে 25, জেনারেল সাইন্স থেকে 25,Current Event - 25 ,G.I বা জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকে - 25 নম্বর ।।
প্রিলি পরীক্ষার কাট অফ যদি বিচার করা হয় তাহলে আমরা দেখতে পাবো 120-130 মার্কস Safe স্কোর (জেনারেল দের ক্ষেত্রে) । তাই পড়াশোনা টাও জোর দিয়ে করতে হবে ।
যারা একদম নতুন WBCS দিচ্ছো তাদের কে বলবো প্রথমে নবম ও দশম শ্রেণীর বই গুলো খুব ভালোভাবে পড়ার কথা । যেমন - ইতিহাস,ভূগোল, সাইন্স এর বই গুলো । একাদশ ও দ্বাদশ শ্রেণির পলিটিক্যাল সাইন্স এর বই এবং ইকোনমিকস এর বই । ওই বই গুলো যদি ভালো ভাবে পড়া থাকে তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে নতুন বই এর পড়া বুঝতে ।
বাংলা ভার্সন না ইংলিশ ভার্সন এ পড়াশোনা করবো ?
অনেকেই এই ব্যাপার টা নিয়ে খুব চিন্তিত থাকো বিশেষ করে যারা বাংলা ভাষা তে পড়াশোনা করতে ভালোবাসো । প্রথমেই বলি ভাষা তোমার যোগ্যতা প্রমাণ করে না । তুমি যেকোনো ভাষাতে পড়তে পারো । তবে বাজারে যে সমস্ত ভালো ইনফরমেটিভ বই গুলো আছে সেগুলো বেশির ভাগ ইংলিশ এ । তাই বাংলা তে বই পড়ার পাশাপাশি ইংলিশ বই গুলোও পড়া উচিৎ ।
NUMBER 01 : ENGLISH
প্রশ্ন পত্র খুললেই যে বিষয় টি প্রথমেই দেখা যায় সেটি হলো ইংলিশ । ইংলিশ বিষয়টির ভোকাবুলারির জন্যে Arihant publication এর ,S.P Bakshi র লেখা Objective General English এর বইটি পড়া যেতে পারে।
NUMBER 02 : HISTORY
English এর 25 টি প্রশ্নের পর থাকে ইতিহাস থেকে প্রশ্ন । বাংলা ভার্সন এ ইতিহাস পড়তে হলে জীবন মুখোপাধ্যায় এর পুরোনো বইটি অনবদ্য এছাড়া Ancient History ও Medieval India part এর জন্যে পুনম দালাল দাহিয়া র বইটি যথেষ্ট ভালো ।
![]() |
Jibon Mukhopadhyay History Book |

ইংলিশ ভার্সন এর বইটি ।
![]() |
Ancient & Medieval India by Punam Dalal Dahiya |
NUMBER 03 GEOGRAPHY
ভূগোলের জন্য বাংলা ভার্সন এর কার্তিক চন্দ্র মন্ডল এর বইটি খুবই ভালো আর যারা ইংলিশ ভার্সনে করতে চাও তারা মাজেদ হোসেনের বইটি ফলো করতে পারো ।
NUMBER 04 : POLITY OR INDIAN CONSTITUTION
Polity টা ভালো করে বুঝতে গেলে এই বইটির জুড়ি মেলা ভার। M.Laxmikant এর এই বইটি পড়লে আর কোনো বই পড়তে হবে না । এতে সমস্ত কিছু ভালোভাবে আছে । প্রতিটা অধ্যায় ভালো ভাবে বিশ্লেষণ করা আছে। WBCS এর প্রিলি ও মেন এর জন্যে এই বইটি যথেষ্ট।যারা WBCS পরীক্ষা দেওয়ার কথা ভাবছো বা প্রথমবার দেবে তাদের জন্যে বাংলা ভার্সন এ কিছু বই আছে যেগুলো তোমরা পড়তে পারো । আবার যারা ইংলিশ ভার্সন এ পড়তে পছন্দ করো তোমাদের জন্যও বই দিলাম । বাংলা ভার্সন এর বই এর মধ্যে আমার প্রথম পছন্দ তুজামমেল হোসেন এর বইটি । নতুন সংস্করণ কিনলে তোমরা প্রত্যেক বছরের ডব্লিউ বিসিএস এর ইকোনমিক্স এর কোশ্চেন গুলো উত্তর সহ পেয়ে যাবে ।
General Intelligence বা GI এর জন্য এই বইটি অনন্য একটি বই । Central Government এর যেকোনো পরীক্ষা হোক বা স্টেট গভর্মেন্ট এর কোনো পরীক্ষা ,সব পরীক্ষার জন্য উপযোগী একটি বই এটি। এখানে চ্যাপ্টার wise Solve paper আছে এছাড়া প্র্যাক্টিস সেট ও আছে । 40% কম দামে পেয়ে যাবে এখন কিনলে ।
NUMBER 07 : MOCK TEST PRACTICE BOOK
ভালো করে বই গুলো পড়া হয়ে গেলে ,বার বার মক টেস্ট দিতে হবে এবং বারংবার প্র্যাক্টিস করতে হবে। তাই এখানে General Studies এর এই বইটি অনবদ্য ।চ্যাপ্টার wise এখানে সম্পূর্ন GK প্রশ্ন পাবে । নিচের Buy Now লিঙ্ক এ ক্লিক করে এই বইটি কিনতে পারো ।
![]() |
General Studies 10000+ Book |
NUMBER 08 : GENERAL STUDIES
যদি কেউ আলাদা আলাদা বই না কিনে একটি বই এর মধ্যে সব কিছু পড়তে চাও তাহলে এই বইটি তোমাদের জন্যে খুব ভালো হবে । মনোহর পাণ্ডের General Studies . এখানে সব সাবজেক্ট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে information দেওয়া আছে । প্রিলি ও মেন দুটোর জন্য এই বইটি কেনা যেতে পারে । Buy Now লিঙ্ক এ ক্লিক করে বইটি কিনতে পারো ।
NUMBER 09 : MATH BOOK
Hjj