Type Here to Get Search Results !

27th দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স I Current Affairs in Bengali II Daily Current Affairs in Bengali - 27th May, 2022 II May Current Affairs 27/05/2022

Hello my Dear Students, তোমাদের সকলকে www.studywithpiya.in ওয়েবসাইট এ স্বাগত জানায় ।।


তোমরা নিজেরা জানো প্রতিটি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক কতটা গুরুত্বপূর্ণ । পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন পরীক্ষার জন্য আজ তােমাদের সাথে শেয়ার করবাে গুরুত্বপূর্ণ কিছু Current Affairs . যেগুলো তােমাদের আগত পরীক্ষার প্রস্তুতি কে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবে । মাসের শেষে ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF পাবে এবং মক টেস্ট দিতে পারবে ।।




 এখানে প্রতিদিন ফ্রী মক টেস্ট নেওয়া হয়। প্রতিদিন MOCK TEST দাও ,যাতে এই মক টেস্ট গুলো দেওয়ার পর আর কোনো প্রশ্ন পরীক্ষায়় আটকে না যায় ।।




 যদি তোমাদের CURRENT AFFAIRS ভালাে লেগে থাকে তবে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট বা মন্তব্য করো নিচে গিয়ে । তোমাদের একটি মাত্র কমেন্ট আমাদের উৎসাহ জোগায়। অবশ্যই আমাদের ওয়েবসাইট টি www.studywithpiya.in ফলো করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ JOIN করো প্রতিদিন আপডেট পাওয়ার জন্যে ।।


Current Affairs in Bengali ,27th May, 2022

1।  "A place Called Home" শিরোনামে নোভেল লিখলেন প্রীতি সেনয় ।

2। সম্প্রতি ব্যাংক অফ ইংল্যান্ড এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন ডক্টর স্বাতী ধিংরা ।
3। বধিরদের Deaflympics 2022 এ ব্যাডমিন্টন খেলায় সোনার মেডেল জিতল ভারতের শ্রেয়া সিংলা ।

4। সম্প্রতি " ই - লার্নিং - স্কিম " লঞ্চ করল হরিয়ানা রাজ্য সরকার ।
📍Extra Dose : 
1. Chief Minister is Manohar Lal Khattar
2. Govornor : Bandaru Dattatreya

5। ইন্ডিয়ান আর্মি এভিয়েশন কর্পসে প্রথম মহিলা কমব্যাট অ্যাভিয়েটর হিসাবে নিযুক্ত হলেন অভিলাষা বারাক ।
দেশের স্থল বাহিনীর যুদ্ধ হেলিকপ্টারের প্রথম মহিলা চালক হলেন হরিয়ানার বাসিন্দা অভিলাষা বারাক। নাসিকের 'কমব্যাট আর্মি এভিয়েশন ট্রেনিং' স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে স্নাতক সম্মান তুলে দেন স্থল বাহিনীর উড়ান বিভাগের ডিজি একে সুরি।

6। প্রথম মেট্রো সিটি হিসাবে People's Biodiversity Register রিলিজ করলো কলকাতা ।

7। নিউ দিল্লিতে ভারতের বৃহত্তম ড্রোন উৎসব উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী  .

8। Listen to Your Heart: The London Adventure' শিরোনামে বই লিখলেন রাস্কিন বন্ড ।

9। সম্প্রতি প্রতিটি জেলায় " ওমেন প্রটেকশন সেল" তৈরীর ঘোষণা করলো কোন রাজ্য ?

উত্তর : ছত্রিশগড়
Extra Info :
 রাজধানী - রায়পুর 
মুখ্যমন্ত্রী - ভূপেশ বাঘেল

10।  মানামাতে অনুষ্ঠিত Bahrain Para Badminton International Championships-এ ভারত মোট ২৩টি মেডেল জিতলো; যার মধ্যে ৭টি সোনা, ৩টি রূপো এবং ১৩টি ব্রোঞ্জ ।

কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের ওয়েবসাইট কে অবশ্যই প্রতিদিন ফলো করবেন ।।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad