Hello my Dear Students, তোমাদের সকলকে www.studywithpiya.in ওয়েবসাইট এ স্বাগত জানায় ।।
তোমরা নিজেরা জানো প্রতিটি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক কতটা গুরুত্বপূর্ণ । পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন পরীক্ষার জন্য আজ তােমাদের সাথে শেয়ার করবাে গুরুত্বপূর্ণ কিছু Current Affairs . যেগুলো তােমাদের আগত পরীক্ষার প্রস্তুতি কে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবে । মাসের শেষে ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF পাবে এবং মক টেস্ট দিতে পারবে ।।
এখানে প্রতিদিন ফ্রী মক টেস্ট নেওয়া হয়। প্রতিদিন MOCK TEST দাও ,যাতে এই মক টেস্ট গুলো দেওয়ার পর আর কোনো প্রশ্ন পরীক্ষায়় আটকে না যায় ।।
যদি তোমাদের CURRENT AFFAIRS ভালাে লেগে থাকে তবে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাদের বা মন্তব্য করো নিচে গিয়ে । তোমাদের একটি মাত্র কমেন্ট আমাদের উৎসাহ জোগায়। অবশ্যই আমাদের ওয়েবসাইট টি www.studywithpiya.in ফলো করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ JOIN করো প্রতিদিন আপডেট পাওয়ার জন্যে ।।
Current Affairs in Bengali ,24th May, 2022
Special Notes for ICDS INTERVIEW CANDIDATES
1.আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় কবে?
উত্তর: ১২ই মে
📍Extra Dose : ১৮২০ সালের ১২ মে ইতালির অভিজাত পরিবারে জন্ম আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের (Florence Nightingale)। ১৯৭৪ সাল থেকে তাঁর জন্মদিনটি 'ইন্টারন্যাশনাল নার্সেস ডে' (international nurses day) হিসাবে পালিত হয়ে আসছে গোটা বিশ্বে ।
2.সম্প্রতি অযোধ্যার একটি চৌরাস্তার নাম কোন সঙ্গীত শিল্পীর নামে রাখার ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ ?
উত্তর : লতা মঙ্গেশকর
3.মেয়েদের উচ্চ শিক্ষার জন্য Ladli Laxmi Scheme 2.0 লঞ্চ করলো কোন রাজ্য?
উত্তর : মধ্যপ্রদেশ (এটি ২য় phase)
📍Extra Dose : Madhya Pradesh Chief Minister, Shivraj Singh Chouhan এটি লঞ্চ করেছেন ।
4. সম্প্রতি প্রতিটি জেলায় " ওমেন প্রটেকশন সেল" তৈরীর ঘোষণা করলো কোন রাজ্য ?
উত্তর : ছত্রিশগড়
Extra Info : রাজধানী - রায়পুর
মুখ্যমন্ত্রী - ভূপেশ বাঘেল
5. Women change makers ভিডিও সিরিজের জন্য নেটফ্লিক্সের সাথে চুক্তি করল কেন্দ্র ।
6. Irada kar liya hai humne শিরোনামে এডুকেশন গান লঞ্চ করল দিল্লি সরকার ।
7. মহিলাদের সচেতন করতে anti human trafficking cell লঞ্চ করল জাতীয় মহিলা কমিশন ।
8." শকুন্তলা " নামে ভারতের প্রথম প্রাইভেট কমার্শিয়াল ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করল কোন সংস্থা ?
পিক্সেল কম্পানি
9. বাড়িতে বাড়িতে পার্সেল ডেলিভারি করার জন্য ইন্ডিয়ান পোষ্টের সাথে টাই আপ করল ইন্ডিয়ান রেলওয়ে।
10. প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন ketanji Brown Jackson