Current Affairs in Bengali ,30th May, 2022
Special Notes for ICDS INTERVIEW CANDIDATES
Hello my Dear Students, তোমাদের সকলকে www.studywithpiya.in ওয়েবসাইট এ স্বাগত জানায় ।।
তোমরা নিজেরা জানো প্রতিটি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক কতটা গুরুত্বপূর্ণ । পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন পরীক্ষার জন্য আজ তােমাদের সাথে শেয়ার করবাে গুরুত্বপূর্ণ কিছু Current Affairs . যেগুলো তােমাদের আগত পরীক্ষার প্রস্তুতি কে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবে । মাসের শেষে ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF পাবে এবং মক টেস্ট দিতে পারবে ।।
এখানে প্রতিদিন ফ্রী মক টেস্ট নেওয়া হয়। প্রতিদিন MOCK TEST দাও ,যাতে এই মক টেস্ট গুলো দেওয়ার পর আর কোনো প্রশ্ন পরীক্ষায়় আটকে না যায় ।
যদি তোমাদের CURRENT AFFAIRS ভালাে লেগে থাকে তবে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট বা মন্তব্য করো নিচে গিয়ে । তোমাদের একটি মাত্র কমেন্ট আমাদের উৎসাহ জোগায়। অবশ্যই আমাদের ওয়েবসাইট টি www.studywithpiya.in ফলো করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ JOIN করো প্রতিদিন আপডেট পাওয়ার জন্যে ।।
Current Affairs in Bengali ,30th May, 2022
1। রাজীব রঞ্জন এবং সিতিকান্ত পট্টনায়েককে কোন ব্যাঙ্কের নির্বাহী পরিচালক হিসাবে মনোনীত করা হয়েছে?
উত্তর- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)
Extra Dose : ' Shugufe ' তার লেখা বিখ্যাত বই।
3। Rajasthan Royals-কে ৭ উইকেটে পরাজিত করে IPL 2022 চ্যাম্পিয়ন হলো Gujrat Titans ।
4। ভারতের শীর্ষ ট্রেডিং পার্টনার হিসাবে আমেরিকাকে অতিক্রম করলো চীন ।
5। অরুণাচলপ্রদেশের নতুন বানর প্রজাতির নাম রাখা হলো সেলা পাস-এর নামানুসারে ।
6। বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম রিসার্চ সেন্টার তৈরি করবে কুয়েত ।
7। লন্ডন কাউন্সিলে প্রথম দলিত মহিলা মেয়র হিসাবে নির্বাচিত হলেন মহিন্দার কে. মিধা ।
8। রেফারিকে মারধর করার জন্য রেসলার সতেন্দর মালিককে সারাজীবন ব্যান করলো Wrestling Federation of India ।
9। 17th Mumbai International Film Festival(MIFF)-এর ফোকাস কান্ট্রি হলো বাংলাদেশ ।
10. জয়িতা মন্ডল কে ?
উত্তর-বিচার বিভাগীয় প্রধান।
একজন দেওয়ানী আদালতের বিচার বিভাগীয় প্যানেলের প্রথম বাঙালি ট্রান্সওম্যান সদস্য এবং ভারতের পশ্চিমবঙ্গের একজন সমাজকর্মী ।।