Type Here to Get Search Results !

31st দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স I Current Affairs in Bengali II Daily Current Affairs in Bengali - 31st May, 2022 II May Current Affairs 31/05/2022

1. নিম্নের কোন ব্যক্তিত্ব 2022 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার জিতেছেন-
A. রনবির সিং
B. রণবীর কাপুর
C. রজনীকান্ত
D. হৃত্বিক রোশন

 উত্তর-রনবির সিং
Extra Dose : দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতীয় চলচ্চিত্রে শ্রেষ্ঠ পুরস্কার। এটি সূচনা হয় 1969
সালে। 2022 সালের রণবীর সিং "83" সিনেমার জন্য বেস্ট এক্টর ক্যাটাগরিতে পুরস্কার পান।

2. সম্প্রতি প্রয়াত বীণাপাণি মহান্তি কিসের সঙ্গে যুক্ত ছিলেন ?
A. চলচ্চিত্র অভিনেত্রী
B. সাংবাদিকতা
C. লেখিকা
D. উড়িষ্যার মুখ্যমন্ত্রী

 উত্তর-উড়িয়া লেখিকা ।
Extra Dose :  2020 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান । 85 বছর বয়সে তাঁর মৃত্যু হয় ।

3. সম্প্রতি খবরে উঠে আসা উমরান মালিক কোন রাজ্যের ক্রিকেটার-
A. ঝাড়খন্ড
B. বিহার 
C. জম্মু-কাশ্মীর
D. ছত্রিশগড়

সঠিক উত্তর- জম্মু-কাশ্মীর

তিনি জম্মু কাশ্মীরের শ্রীনগরে জন্মগ্রহণ করেন। 2022 সানরাইজার হায়দ্রাবাদ এর ফাস্ট বোলার
হিসেবে নির্বাচিত হয়ে, বলের দ্রুত গতির জন্য সকলের নজর কেড়েছেন।

4. সম্প্রতি কোন সংস্থা জলবায়ু সংক্রান্ত নতুন প্যারামিটার চালু করেছে
A. নীতি আয়োগ
B. জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
C. ইন্ডিয়ান জুলজিক্যাল সার্ভে
D. উপরের কোনোটিই নয়।

 উত্তর-নীতি আয়োগ ।

এটি প্রতিষ্ঠিত 2015 সালের 1st জানুয়ারি।

5. নো স্পিন আত্মজীবনীটি কার লেখা-
A. সৌরভ গাঙ্গুলী
B. রিকি পন্টিং
C. শেন ওয়ার্ন
D. স্টিভ ওয়া

 উত্তর-শেন ওয়ার্ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad