Current Affairs in Bengali ,24th May, 2022
Special Notes for ICDS INTERVIEW CANDIDATES
1. 2021 সালের 23 শে জানুয়ারি নেতাজির 125 তম জন্মবার্ষিকী পালন করা হলো ।
2। জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় প্রতিবছর 24 শে জানুয়ারি ।
3। রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং CEO পদে নিযুক্ত হলেন কে ? সুনিত শর্মা
4। still Authority of India Limited এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সোমা মন্ডল ।
5। কেরালার কনিষ্ঠতম পঞ্চায়েত সভাপতি হিসেবে নিযুক্ত হলেন 21 বছর বয়সী রেশমা মারিয়াম ।
6। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন স্বামীনাথন জনকিরামান ও অশ্বিনী কুমার তিওয়ারি ।
7। সুপ্রিম কোর্টের টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হলেন নন্দিতা হাজারিকা ।
8। সম্প্রতি "তানসেন সম্মান" পুরস্কার পেলেন সন্তুর বাদক সতীশ ব্যাস।
9। গোয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে " indian personality of the Year" অ্যাওয়ার্ড পেলেন বিশ্বজিৎ চ্যাটার্জী ।
10। "Bharat Gaurav award 2020" পেলেন আইপিএস অফিসার করুণা সাগর ।