Hello my Dear Students, তোমাদের সকলকে www.studywithpiya.in ওয়েবসাইট এ স্বাগত জানায় ।।
তোমরা নিজেরা জানো প্রতিটি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক কতটা গুরুত্বপূর্ণ । পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন পরীক্ষার জন্য আজ তােমাদের সাথে শেয়ার করবাে গুরুত্বপূর্ণ কিছু Current Affairs . যেগুলো তােমাদের আগত পরীক্ষার প্রস্তুতি কে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবে । মাসের শেষে ফুল কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF পাবে এবং মক টেস্ট দিতে পারবে ।।
এখানে প্রতিদিন ফ্রী মক টেস্ট নেওয়া হয়। প্রতিদিন MOCK TEST দাও ,যাতে এই মক টেস্ট গুলো দেওয়ার পর আর কোনো প্রশ্ন পরীক্ষায়় আটকে না যায় ।।
1.গ্রামীণ অঞ্চলের মানুষদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ভারতের ১ মিলিয়ন আশা কর্মীকে সম্মান প্রদান করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) ।
2.প্রথম বাঙালি মহিলা হিসাবে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন চন্দননগরের পিয়ালী বসাক ।
3.Infosys কোম্পানির CEO এবং ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন সলিল পরেখ ।
4.সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বিবেক কুমার ।
5.ভারতে প্রথম রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চ হিসাবে অগ্নি নির্বাপক পরিষেবায় দুটি রোবট অন্তর্ভুক্ত করলো দিল্লি ।
6.প্রথম খেলোয়াড় হিসাবে IPL-এ ৭০০টি চার মারলেন শিখর ধাওয়ান ।
7.WEF's Travel & Tourism Development Index 2021-এ ভারতের স্থান ৫৪; প্রথম স্থানে জাপান, দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে স্পেন ।
8.দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত হলেন বিনয় কুমার সাক্সেনা ।
9.ভারতে প্রথম রাজ্য হিসাবে স্বাস্থ্য বিভাগে ড্রোনের ব্যবহার করছে উত্তরাখণ্ড ।
10.ভারতের কনিষ্ঠতম মেয়ে হিসাবে ৫,৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছালো মুম্বাইয়ের ১০ বছর বয়সী রিদম মামানিয়া ।