Type Here to Get Search Results !

ভাইরাস ও ব্যাকটেরিয়া ! ICDS interview special Notes ! icds interview

Hello my Dear Students, তোমাদের সকলকে www.studywithpiya.in ওয়েবসাইট এ স্বাগত জানায় ।।

পশ্চিমবঙ্গ এবং ভারতের বিভিন্ন পরীক্ষার জন্য আজ তােমাদের সাথে শেয়ার করবাে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর । যেগুলো তােমাদের আগত পরীক্ষা ICDS Supervisor Interview এর প্রস্তুতি কে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারবে । 

 এখানে প্রতিদিন তোমরা interview এর বিভিন্ন টিপস, ফ্রী মক টেস্ট ,কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। প্রতিদিন MOCK TEST দাও ও কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো । এগুলো ICDS SUPERVISOR INTERVIEW তে অনেকটাই সাহায্য করবে । সুতরাং প্রতিদিন আমাদের ওয়েবসাইট টি একবার Visit করো ।

 যদি তোমাদের এই নোটস টি ভালাে লেগে থাকে তবে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট বা মন্তব্য করো নিচে গিয়ে । তোমাদের একটি মাত্র কমেন্ট আমাদের উৎসাহ জোগায়। অবশ্যই আমাদের ওয়েবসাইট টি www.studywithpiya.in ফলো করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ JOIN করো প্রতিদিন আপডেট পাওয়ার জন্যে ।।


যারা পুলিশ এর পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা আমাদের নতুন CHANNEL " SWP ACADEMY " কে ফলো করতে পারো । প্রতিদিন নিয়ম মাফিক ক্লাস এর জন্যে । ওখানে প্রতিদিন GK SET PRACTICE করা হয় । 

ভাইরাস ও ব্যাকটেরিয়া
★ ডেঙ্গু মশার বাহক - এডিস মশা।
★ ব্যাকটেরিয়া সংক্রমণে - যক্ষ্মা
রোগ হয়।
★ নিউক্লিয়াস এবং সাইট্রোপ্লাজম
নেই -- ভাইরাস দেহে।
★ পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে
-- দুষিত খাদ্য, পানি দ্বারা।
★ HIV সংক্রমণের শেষ পর্যায় হলো -
এইডস।
★ এইডস রোগের ভাইরাস - HIV
★ ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে --তামাক  গাছে
★ চা গাছে রোগ সৃষ্টি করে -ব্যাকটেরিয়া
★ জীব ও জড়ের মধ্যে সংযোগ
রক্ষাকারী হলো -- ভাইরাস
★ যক্ষ্মার টিকা -- বিসিজি 
★ পেনিসিলিন অাবিস্কার করেন --
অালেকজান্ডার ফ্লেমিং।
★ ব্যাকটেরিয়াজনিত রোগ নয় --
পোলিও।
★ অ্যানথ্রাক্স রোগের টিকা
অাবিষ্কার করেন -- লুই পাস্তুর।
★ ভাইরাস একটি - কোষহীন জীব।
★ AIDS - এর অভিব্যক্তি - Acquired Immune
Deficiency Syndrome.
★ বার্ড ফ্লু এর উৎস -- মুরগী।
★ ডিফথেরিয়া রোগে অাক্রান্ত হয় দেহের কোন অংশ-
গলা।
★ যে সব ভাইরাস ব্যাকটেরিয়াকে
অাক্রমণ করে, তাদেরকে বলা হয় --
ব্যাকটেরিওফাজ।
★ হেপাটাইটিস রোগের প্রধান কারণ
-- ভাইরাস।
★ যে সকল প্রাণী এক মানবদেহ অন্য
মানবদেহে রোগ জীবাণু বহন করে,
তাকে বলে -- ভেক্টর।
★ বিসিজি টিকা ব্যবহার করা হয় --
যক্ষা প্রতিরোধের জন্য।
★ পাস্তুরাইজেশনের মাধ্যমে
জীবাণুমুক্ত করা হয় -- দুধকে।
★ Viral Disease হলো - Influenza
★ এইডস রোগের ক্ষতিকারক দিক হচ্ছে
-- এইডস রোগে দেহের প্রতিরোধ
ক্ষমতা লোপ পায়।
★ প্রাণী দেহে জীবাণুজাত বিষ
নিষ্ক্রিয়কারী পদার্থের নাম--
অ্যান্টিবডি।
★ কোনটি রক্ত অ।মাশয়ের জীবাণু --
সিগেলা।
★ ডেঙ্গুজ্বরের বাহক -- মশা।
★ রাইজোবিয়াম হলো --
ব্যাকটেরিয়া।
★ যেটি কলেরা, টাইফয়েড এবং যক্ষা
রোগ সৃষ্টি করে -- ব্যাকটেরিয়া।
★ যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের
বলা হয় -- প্যাথজেনিক।
★ প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম
-- Yersina pestis
★ জলবসন্তের রোগ জীবাণুর নাম --
Varicella
★ স্ট্রিট ভাইরাস জীবাণু হলো --
রেবিস রোগের।
★ বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় --
ইনফ্লুয়েঞ্জা।.
――――――――――――――――――

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad